× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ভারতে সেলেনার ব্র্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১২:০৫ পিএম

এবার ভারতে সেলেনার ব্র্যান্ড

সংগীততারকা সেলেনা গোমেজের জনপ্রিয়তা দুনিয়াজুড়ে। কিছুদিন আগে প্রকাশ পাওয়া নতুন গান ‘বেবি কাম ডাউন’ দিয়ে দুনিয়া মাতিয়েছেন তিনি। তবে শুধু গান নয়, ফ্যাশনসচেতন হিসেবেও বেশ খ্যাতি আছে সেলেনা গোমেজের। ‘রেয়ার বিউটি’ নামে একটি কসমেকটিস ব্র্যান্ডের স্বত্বাধিকারী সেলেনা। ব্র্যান্ডটি এরই মধ্যে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম কইমই ডটকম গতকাল জানিয়েছে, এবার ভারতে ব্যবসা করতে আসছেন সেলেনার ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’। মেয়েদের মুখ, ঠোঁট ও চোখের বিভিন্ন প্রসাধনসামগ্রী বিক্রি করে ব্র্যান্ডটি। ২০২০ সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর আমেরিকায় এর পণ্য বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে এবার ভারতে প্রসাধনসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছে সেলেনার কোম্পানিটি। 

জানা গেছে, ‘রেয়ার বিউটি’ আগামী ১৫ জুন থেকে ভারতে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে কোম্পানিটি তারকাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বব্যাপী পঞ্চম স্থান দখল করে নিয়েছে। চলতি বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। 

‘রেয়ার বিউটি’ এরই মধ্যে ভারতের বিভিন্ন স্থানে আউটলেট দিয়েছে। অনলাইনেও ক্রেতারা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য কিনতে পারবেন বলে জানা গেছে। 

প্রসঙ্গত, অনেকদিন ধরেই গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ‘একা’। মাঝে বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন রটলেও পরে তাদের সঙ্গে সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে ব্রিটিশ গায়ক জায়ান মালিকের সঙ্গে মডেল জিজি হাদিদের সম্পর্কও ভেঙে গেছে। সেলেনা ও জায়ান সম্ভবত এবার নতুন প্রেমিক জুটি হতে চলেছেন। মাস তিনেক আগে তাদের চুম্বনরত অবস্থায় পাওয়া গেছে নিউইয়র্কের একটি রাস্তায়।

এদিকে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জায়ান মালিকের সঙ্গী ছিলেন জিজি হাদিদ। এক সঙ্গে তাদের এক সন্তানও আছে। তবে দুই বছর আগে তাদের সম্পর্ক চুকেবুকে যায়। অন্যদিকে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্থায়ী কোনো সম্পর্কে জড়াননি সেলেনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা