× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ওয়েব সিরিজে শোয়ার্জনেগারের বাজিমাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৩:০৫ পিএম

প্রথম ওয়েব সিরিজে শোয়ার্জনেগারের বাজিমাত

হলিউডের সুপারস্টার আর্নল্ড শোয়ার্জনেগার। সিনে পর্দায় তার ধুন্দুমার অ্যাকশন মুগ্ধ করেছে ভক্তদের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার তিনি অভিনয় করলেন ওয়েব সিরিজে। ‘ফুবার’ নামে ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। প্রথম সিরিজে বাজিমাত করেছেন এ তারকা অভিনেতা। 

গত ২৫ মে মুক্তি পেয়েছে ফুবার। আর্নল্ড শোয়ার্জনেগারের সিরিজটি মুক্তির পরই নেটফ্লিক্সের টপচার্টে স্থান করে নিয়েছে। প্রথম সপ্তাহে সিরিজটি ভিউয়ের বিচারে শীর্ষে অবস্থান করেছে। তবে আর্নল্ড শোয়ার্জনেগার ওয়েব সিরিজে অভিনয় করছেনÑ এ খবর অনেকের ছিল অজানা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এ নিয়ে তেমন কোনো খবর দেখা যায়নি। 

তবে মুক্তির পর সব আলো কেড়ে নিয়েছে সিরিজটি। এতে একজন অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড; যাকে একটি বিশেষ কারণে আবারও নিজের কর্মক্ষেত্রে ফিরতে হয়। একসময় তাকে নতুন একটি মিশনে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে দেখেন তার মেয়েও একজন গোয়েন্দা কর্মকর্তা। এভাবে এগিয়ে যায় গল্প। 

নিক সান্টোরা এই কমেডি-অ্যাকশন সিরিজটি নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন মনিকা বারবারো, গ্যাব্রিয়েল লুনা প্রমুখ। সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে। পরবর্তী সিজন কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। 

এদিকে সিরিজটি দর্শকের কাছে প্রশংসা কুড়ালেও সমালোচকরা এটিকে দিয়েছেন নেতিবাচক রেটিং। রোটেন টমেটোস-এ এক সমালোচক সিরিজটিকে রেটিং দিয়েছে মাত্র ৪৯ শতাংশ। তবে সিরিজটির কর্তাব্যক্তিরা এমন রেটিং নিয়ে একেবারেই চিন্তিত নন। কারণ এরই মধ্যে দর্শক সিরিজটিকে আপন করে নিয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিশ্বখ্যাত ‘টার্মিনেটর’ ফ্র্যাঞ্চাইজির নিজের আইকনিক চরিত্র থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন হলিউড মেগাস্টার আর্নল্ড শোয়ার্জনেগার। এবার নিজের আরেকটি আইকনিক চরিত্র থেকেও সরে গেলেন অভিনেতা। আসন্ন ‘দ্য এক্সপেন্ডেবলস’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ালেন অভিনেতা।

প্যারেডের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় ‘দ্য টার্মিনেটর’ তারকা বলেন, ‘এটি হয়ে গেছে এবং আমি এতে আর নেই। আমি এখন এই ফ্র্যাঞ্চাইজির বাইরে আছি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি স্ট্যালোনের জন্যই প্রথম এক্সপেন্ডেবলস করেছি। এরপর একদিন আমি ব্রুস উইলিসের সঙ্গে একটি গির্জায় দুই ঘণ্টার জন্য এটির শুটিং করেছিলাম। স্লি বলল, ‘তুমি কি এক্সপেন্ডেবল-২ করতে পারবে?’ আমি তার কথায় সেটিতেও অংশ নিয়েছি।

এদিকে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স অ্যাকশন হিরো শোয়ার্জনেগারকে নতুন চিফ অ্যাকশন অফিসার হিসেবে নিয়োগ করেছে। ইউটিউবে স্ট্রিমারের প্রচারমূলক ভিডিওতে তারকা এই সংবাদ প্রকাশ করেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা