× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় অনিশ্চিত অনুপম রায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৪:৫৫ পিএম

ঢাকায় অনিশ্চিত অনুপম রায়

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই শিল্পীকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে কনসার্টে অনুপমের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় বলে শিল্পী নিজেই প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

কলকাতায় অবস্থানরত অনুপম মুঠোফোনের মাধ্যমে বলেন, “৬ জুন ঢাকায় অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টের জন্য আমার সঙ্গে যোগযোগ করা হয়েছে। এ বিষয়ে তাদের সঙ্গে আমার প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও কিছু নিশ্চিত করা হয়নি। সবকিছু নিশ্চিত হলে তখনই আমি ঢাকায় যাওয়ার বিষয়ে বিস্তারিত কথা বলতে পারব। যেহেতু সময় খুবই সীমিত, তাই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সময়মতো সব না হলে এটি বাতিলও হতে পারে।” 

অনুপমের অংশগ্রহণ নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তার আসার বিষয়ে আমরা সব কার্যক্রমের প্রস্তুতি নিয়েছি। যেহেতু তিনি বিদেশি শিল্পী, তাই কিছু কাগজপত্র ও হোটেল, বিমান টিকিট কনফার্ম করার প্রক্রিয়া রয়েছে। সেগুলো নিশ্চিত করার পরই ঢাকায় তার আসার বিষয়টি সবাইকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’ 

আরিফা আরও বলেন, ‘আমাদের অনুব জৈনের কনসার্টে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে। সেসব নিয়ে আমরা কাজ করছি। আমরা শ্রোতাদের একটি মনোমুগ্ধকর সংগীত অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। কিন্তু যেকোনোভাবেই হোক আমরা ব্যর্থ হয়েছি। তবে আমরা নিশ্চিত করছি, শ্রোতারা আমাদের পরবর্তী অনুষ্ঠানে হতাশ হবেন না। সেই প্রেক্ষিতে কনসার্টের ভেন্যু পরিবর্তন হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। যদি সেটি হয়, তা হলে আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেব।’ 

অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদলের পারফর্ম করার কথা রয়েছে। 

এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকা এসেছিলেন অনুপম রায়। সেদিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।

২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে দর্শক মহলে সাড়া ফেলে দেন অনুপম রায়। এরপর একের পর এক তার গান প্রশংসিত হয়েছে। ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা