× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছেন সালমান, যাবেন নিরব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১২:৪২ পিএম

আসছেন সালমান, যাবেন নিরব

হল মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু শর্তে দেশের প্রেক্ষাগৃহে সার্কভুক্ত দেশগুলোর নানা ভাষার সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে সরকার। তার আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা। ভালোই ব্যবসা করেছে সিনেমাটি। এবার আসতে চলেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এনইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল।

৩১ মে সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে বলেছে, কিসি কা ভাই কিসি কি জান সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে নায়ক নিরব অভিনীত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে। এ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

ফরহাদ সামজি পরিচালিত কিসি কা ভাই কিসি কি জান সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়া আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

অন্যদিকে কসাই নির্মিত হয়েছে ‘হিংস্রতাই নেশা’ স্লোগানে একটি সত্য ঘটনা অবলম্বনে। ছবিটি ভারতে মুক্তি পাওয়া নিয়ে নিরব বলেন, ‘অনন্য মামুনের গল্প বলার ক্ষমতা চমৎকার। দারুণভাবে গল্প প্রেজেন্টেশন করেছে সে। কসাই গল্পনির্ভর সিনেমা, যার প্রতিটি দৃশ্যেই আছে সাসপেন্স। একটি ট্র্যাপে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত কসাই নির্মিত হয়েছে। দেশে সিনেমাটি বেশ আলোচিত হয়েছে। আশা করছি ভারতের দর্শকও সিনেমটি দেখে মুগ্ধ হবেন।’

এ ছবিতে নিরব ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ অপু, কাজী নওশাবা আহমেদ, শাহীন মৃধা, প্রিয়মণি, এলআর খান সীমান্ত, রিও প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা