× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পকলায় ১০ দিনব্যাপী অনুষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৪:৪৯ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৫:০৬ পিএম

শিল্পকলায় ১০ দিনব্যাপী অনুষ্ঠান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিশ্রুতিশীল, ভাওয়াইয়া, বাউল, প্রবীণ শিশু-কিশোরদের জন্য ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আয়োজনের প্রথম দিন জুন সন্ধ্যায় ছিল পঞ্চকবির গান।

বাংলা সাহিত্যে পঞ্চকবি হলেন পাঁচজন কবি, যারা কবিতা লেখার পাশাপাশি একই সঙ্গে গীতিকার, সুরকার গায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত্ সেন অতুলপ্রসাদ সেন। এই পঞ্চকবির গান নিয়ে জাতীয় সংগীত নৃত্যকলা মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য তুলে ধরেন নজরুল বিশেষজ্ঞ সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল অনিমা রায়। প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির আয়োজনের প্রশংসা করেন তারা

 ১০ দিন ব্যাপী এই অনুষ্ঠানমালা চলবে ১১ জুন পর্যন্ত। এর অংশ হিসেবে গতকাল পরিবেশিত হয় দেশের গানের অনুষ্ঠান : প্রিয় দেশমাতৃকা। অনুষ্ঠানে থাকবে বাউল গানের অনুষ্ঠান- অচিনপাখি, বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান- সিনেমার গান, পালাগান, শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান- নতুন যৌবনের দূত এবং ভাওয়াইয়া গানের অনুষ্ঠান- মাটির সুরসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা