প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৩ ১৬:০৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৩ ১৬:২৮ পিএম
সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান অভিনেতা হিসেবে সিনেমায় নাম লিখিয়েছেন এবং গোপনে সিনেমার শুটিংও শেষ করেছেন বলে জানায় বোন সারা আলী খান।
সারা বলেন, মাত্রই অভিনেতা হিসেবে প্রথম সিনেমার শুটিং শেষ করেছে। এটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। তবে সে করেছে। আর এ খবর জানা যায় ভারতীয় গণমাধ্যমের সূত্রে।
তবে ইব্রাহিমের সিনেমায় অভিষেকের কথা জানালেও পরিচালক, সহঅভিনেত্রী বা সিনেমার নাম বলেননি সারা। তিনি আরও বলেন, আমাদের দুই ভাই-বোনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।
সেটা স্কুল থেকে কিংবা শুটিং থেকে ফেরার পরে সবচেয়ে বেশি বোঝা যেত। এই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নিয়েছে। মাঝেমধ্যেই বুঝি, আমি এখনও মায়ের হৃদয়ে আছি। কারণ সেই একইভাবে আমি ইব্রাহিমকেও দেখি।