× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতার জন্য কনসার্ট

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৭:২৬ পিএম

মানবতার জন্য কনসার্ট

অসহায়, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করতে যাচ্ছে শ্যাডো ও রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা অর্কিড। ‘কনসার্ট ফর হিউম্যানিটি’ স্লোগানের এ আয়োজন থেকে অর্জিত সব অর্থ চলে যাবে বন্যার্তদের সাহায্যে। দেশের বন্যাকবলিত জেলাগুলোয় অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতেই এ আয়োজন। প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন কনসার্ট কমিটির প্রধান সাদ্দাম হোসেন রনি। এ আয়োজনে তার সঙ্গে আরও আছেন , ফয়সাল কানন মুনতাছির নাভিদ, সানজিদা আবির প্রমুখ।

ফয়সাল কানন জানান, কনসার্টটি ২ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। সেখানে দেশসেরা ৯টি ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, অড সিগনেচার, ব্লু টাচ ও গল্প। দুপুর ২টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট।

এমন একটি আয়োজনের মূল লক্ষ্য জানতে চাইলে ফয়সাল কানন বলেন, ‘প্রতি বছর দেশে মাঝারি থেকে বড় আকারের বন্যা হয়। সে বন্যায় অনেকের জীবন বিপর্যস্ত হয়। ভেসে যায় অনেক স্বপ্ন। অনেকে পথে বসে যায়। তাদের পাশে থাকতে, সাহায্য করার জন্যই আমাদের এ আয়োজন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির শিকার অসহায়দের পাশে থাকে আমাদের প্রতিষ্ঠান শ্যাডো ও রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা অর্কিড। আমরা যথাসাধ্য চেষ্টা নিয়ে ছুটে যাই বন্যাক্রান্তদের পাশে; যদি কিছুটা সাহায্যের হাত বাড়ানো যায়। আমাদের ক্লাব ফাউন্ডার সাদ্দাম হোসেন রনি মনে করেন, সবাই মিলে যদি যার যার জায়গা থেকে এ সংকট কাটানোর চেষ্টা করি তাহলে ভালো ফল আসবে। সেজন্য আমরা চেষ্টা করছি মানবতার এ প্রচেষ্টা সবার মাঝে ছড়িয়ে দিতে। আমরা বন্যাকে কেন্দ্র করে একটা স্থায়ী সমাধান চাই।’

‘যদি এ কনসার্ট থেকে ভালো রেসপন্স পাই এবং সবাই এগিয়ে আসেন তাহলে ওই অসহায় মানুষগুলো উপকৃত হবে। তা ছাড়া ব্যান্ডসংগীতের একটা সমৃদ্ধ ইতিহাস আছে মানবতার কল্যাণে নিয়োজিত থাকার। বিশ্বের অনেক বড় বড় ব্যান্ডদল ও তারকা মানুষের পাশে দাঁড়িয়ে মর্যাদার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের দেশেও বহু চ্যারিটি কনসার্ট হয়েছে। এ ভাবনা থেকেই আমরা উৎসাহিত হয়েছি,’ যোগ করেন ফয়সাল।

কনসার্ট নিয়ে এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে কানন আরও বলেন, ‘এখান থেকে অর্জিত অর্থ পুরোটাই চলে যাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে। স্বাভাবিকভাবে এ ধরনের আয়োজনগুলো ভালো সাড়া পায়। এটিও পাচ্ছে। এখনও তো অনেকটা সময় বাকি। আমার বিশ্বাস, বন্যার্তদের জন্য আমরা ভালো কিছু করতে পারব। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ইভেন্ট পেজ খোলার পর প্রায় ২ হাজার মানুষের সাড়া পেয়েছি। কনসার্টে টিকিট সিস্টেম করা হয়েছে। ইতোমধ্যে আমাদের অফলাইন টিকিট শেষ হয়ে গেছে। এখন শুধু অনলাইন টিকিট রয়েছে। আশা করি সেগুলোও খুব দ্রুত শেষ হয়ে যাবে।’

এ সময় ভবিষ্যতেও এমন আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এমন একটি আয়োজনের সঙ্গে নিজেদের যুক্ত রাখতে পেরে উচ্ছ্বসিত ওয়ারফেজ ব্যান্ড। দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, দলপ্রধান ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘আমরা সব সময় তরুণদের পক্ষে। তাদের ভালো কাজকে ওয়ারফেজ সব সময় সমর্থন দেয়। তেমনই একটি ভালো কাজের সঙ্গে আমাদের যুক্ত করার জন্য কনসার্ট ফর হিউম্যানিটির আয়োজকদের হৃদয় থেকে ভালোবাসা। আশা করি ভিন্ন কিছু হবে। সবাই দলে দলে যোগ দিন। এটা শুধু গান শোনার আয়োজন নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি সুযোগ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা