× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর শিল্পকলায় চলছে ‘সাঁতাও’য়ের দুই দিনব্যাপী প্রদর্শনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৭:০১ পিএম

রংপুর শিল্পকলায় চলছে ‘সাঁতাও’য়ের দুই দিনব্যাপী প্রদর্শনী

রংপুরের আঞ্চলিক ভাষায় নির্মিত বাংলা চলচ্চিত্র ‘সাঁতাও’য়ের  দুই দিনব্যাপী প্রদর্শনী হচ্ছে রংপুর স্থানীয় শিল্পকলা একাডেমিতে। এ প্রদর্শনী শনিবার (২৯ এপ্রিল) শেষ হবে। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটির নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘সাঁতাও নিয়ে বেশ উচ্ছ্বসিত রংপুরবাসী। সবাই ছবিটি উপভোগ করছেন। আমার ভালো লাগছে এই ভেবে যে, ছবিটি এ পর্যন্ত সবখানেই প্রশংসিত হয়েছে।’

চলতি বছরের ২৭ জানুয়ারি মুক্তি পাওয়া সাঁতাও ছবিতে তুলে আনা হয়েছে এমন এক জনপদের চিত্র, যেখানে জীবন চলছে সরলরেখায়। সেখানে পায়ে পায়ে মিশে আছে অভাব-অনটন। সেই অভাবের মলিনতাকে মানুষ জয় করেছে উৎসবের উজ্জ্বলতা দিয়ে।

সাঁতাও তৈরি হয়েছে গণঅর্থায়নে। অর্থাৎ এর প্রযোজক এক-দুজন নন, হাজার হাজার মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অবদানে ছবিটি তৈরি করেছেন খন্দকার সুমন। দেশের ছবির ইতিহাসে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে।

রংপুরের নদীপারের গল্পনির্ভর এ ছবিটি মুক্তি পাওয়ার পরই চলছিল স্থানীয় শাপলা টকিজে। আঞ্চলিক ভাষায় নির্মিত সাঁতাও দেখতে দীর্ঘদিন পর হলে ভিড় করেছেন হাজারো দর্শক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা