× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দেশে গাইবেন আঁখি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৩:২১ পিএম

তিন দেশে গাইবেন আঁখি

অভিনয় ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাশিল্পী আঁখি আলমগীর। তিন দেশের তিনটি শোতে অংশ নিতে দেশ ছেড়েছেন তিনি। বেলজিয়াম, ফ্রান্স ও ইতালিতে গাইবেন এই গায়িকা। তিন দেশের তিনটি শহরে স্টেজ শোতে পারফর্ম করবেন আঁখি আলমগীর। শো শেষ করে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে তার। আঁখি বলেন, ‘ইউরোপের তিন দেশের তিনটি শোতে অংশ নেব। সেখানকার প্রবাসী ভাই-বোনদের সঙ্গে ভালো সময় কাটবে আশা করছি।’

এদিকে গেল ঈদে নতুন দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে তার। একটি ‘কোথায় রেখেছো আমায়’, অন্যটি ‘রাজকুমারী’। ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত কোথায় রেখেছো আমায় গানটির সুর করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আবার রাজকুমারী গানটি প্রকাশিত হয়েছে আরটিভি মিউজিক থেকে। গানটি লিখেছেন ও সুর করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। দুটি গানই প্রকাশিত হয়েছে ঈদ উৎসবকে আরও রাঙিয়ে দিতে। দুটি গানই শ্রোতা-দর্শক উপভোগ করছেন বেশ আগ্রহ নিয়ে। 

আঁখি আলমগীর বলেন, ‘সত্যি বলতে কী দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। কোথায় রেখেছো আমায় গানের সুর করেছেন শ্রদ্ধেয় রুনা লায়লা আন্টি। তার সুর করা গান গেয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলাম। তার সুর করা এই গানের কথা, কম্পোজিশন একেবারেই অন্য রকম। বলা যায় মাস্টারপিস। আবার শওকত আলী ইমনের রাজকুমারী গানটিও মাস্টারপিস। আমি ভালো গানের পক্ষে। নিজেও ভালো গান গাইবার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। আমি ভিউয়ের পক্ষে নই। আমার মৌলিক গান লায়লার কিন্তু খুব বেশি ভিউ নেই। কিন্তু এই গান প্রকাশের পর আমি যখন যেখানে শো করতে গিয়েছি আমাকে লায়লা গানটি গাইতেই হয়েছে দর্শকের অনুরোধে। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পছন্দ করি। গানকে ঘিরে আমার যে টার্গেট তা ধীরে ধীরে সেই টার্গেটে পৌঁছায়। এটাই আমার প্রাপ্তি।’ 

আঁখি আলমগীর আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সেই সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে তিনি আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’সিনেমায় গান গেয়ে একই স্বীকৃতি পান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা