× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় সপ্তাহে এগিয়ে ‘জ্বীন’, হল বাড়ছে না কারও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৭:৪৮ পিএম

দ্বিতীয় সপ্তাহে এগিয়ে ‘জ্বীন’, হল বাড়ছে না কারও

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা তৈরির উন্মাদনা দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবারের রোজার ঈদে মোট আটটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। সংখ্যার বিচারে আশাব্যঞ্জক হলেও কেমন সাফল্য পাচ্ছে সিনেমাগুলো, এমন প্রশ্ন অনেকের। তবে ঈদের দিন থেকে মোটামুটি কোনো সিনেমা নিরাশ করেনি। 

ঈদের দিন হাউসফুলের খবর নিশ্চিত না হওয়া গেলেও বেশিরভাগ হলই পঞ্চাশ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই হল কর্তৃপক্ষ খুশি। স্বস্তির সুবাতাস চলচ্চিত্রাঙ্গনেও।

এদিকে আগামীকাল থেকে ঈদের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে যাচ্ছে। যেখানে কোনো সিনেমারই নতুন করে হল বাড়ছে না বলে নিশ্চিত হওয়া গেছে। তবে সিনেপ্লেক্সগুলোতে শো বাড়ছে শুধু একটি সিনেমার। সেটি হলো সজল-পূজা অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’। বিষয়টি নিশ্চিত করে গতকাল রাতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছে। সেই পোস্টে উল্লেখ করা হয়, ‘দ্বিতীয় সপ্তাহে ‘জ্বীন’ ছাড়া কারো শো আর বাড়ছে না। তবে সব সিনেমার শো আপাতত কমানো হচ্ছে।’ 

পোস্টে দেখা গেছে, স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহে ‘জ্বীন’ ছয়টি ব্রাঞ্চে মোট ১৯টি শো চালাবে। যা গত সপ্তাহে ছিল পাঁচটি ব্রাঞ্চে মোট ১০টি শো। এ ছাড়া ‘কিল হিম’ চারটি ব্রাঞ্চে মোট ১০টি শো চলবে। গত সপ্তাহে ছিল পাঁচটি ব্রাঞ্চে মোট ১৪টি শো। নতুন সপ্তাহে কমেছে চারটি শো। ‘লিডার আমিই বাংলাদেশ’ তিনটি ব্রাঞ্চে মোট পাঁচটি শো চলবে। গত সপ্তাহে ছিল পাঁচটি ব্রাঞ্চে মোট ১০টি শো। ‘লোকাল’ একটি ব্রাঞ্চে মোট দুটি শো। গত সপ্তাহে ছিল দুটি ব্রাঞ্চে মোট চারটি শো।

সিঙ্গেল স্ক্রিনের চিত্রটা মোটামুটি অপরিবর্তিত। শাকিবের ‘লিডার’ সিনেমার রাজত্ব চলবে এ সপ্তাহেও। চলবে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’, জাজের ‘পাপ’ ও ‘জ্বীন’, আদর আজাদ ও শবনম বুবলীর ‘লোকাল’, বাপ্পি চৌধুরী ও জাহরা মিতু অভিনীত ‘শত্রু’, অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’, ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশীর ‘আদম’। 

কিছু ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে ১৬০টির মতো হলে চলবে সিনেমাগুলো।

‘কিল হিম’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘সিনেপ্লেক্সসহ ১৪টি হলে দেখা যাবে আমাদের সিনেমাটি। প্রথম সপ্তাহে যে সাড়া পেয়েছি, সেটা আমাকে স্বস্তি দিয়েছে। এ দেশে সিনেমা করাটা অনেক বড় যুদ্ধ। নানা রকম রাজনীতির মোকাবিলা করা লাগে। তবুও সবকিছু ছাপিয়ে ভালো সপ্তাহ কেটেছে।’

‘জ্বীন’ সিনেমা নিয়ে অভিনেতা সজল বলেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সপ্তাহে আমাদের শো অনেক বাড়ছে। দর্শকের যে সাড়া পাচ্ছি, আমরা কৃতজ্ঞ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা