× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ফারিয়া-আলভী জুটির ‘চিটিং টু ফিটিং’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:৩৪ পিএম

ঈদে ফারিয়া-আলভী জুটির ‘চিটিং টু ফিটিং’

দেখতে দেখতেই ঈদ শেষ, তবে রেশ এখনও রয়ে গেছে। ঈদ রাঙাতে প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়া নিয়ে এসেছে নতুন নাটক। নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ফারিয়া শাহরিন ও জাহের আলভীকে নিয়ে তারা নির্মাণ করেছে চিটিং টু ফিটিং। পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান।

নাটক নিয়ে জাহের আলভী বলেন, ‘প্রতারণা করতে গিয়ে ফেঁসে যাওয়া এক যুবকের চরিত্রে অভিনয় করেছি। ডিফারেন্ট একটা কাজ। ফারিয়া শাহরিনের সঙ্গেও কাজের অভিজ্ঞতা ভালো ছিল। আশা করছি, দর্শক আমার অন্যান্য নাটকের মতো এটাকেও গ্রহণ করবেন।’

ফারিয়া শাহরিন বলেন, ‘হাস্যরসাত্মক নাটক হলেও দর্শক এ নাটকে মেসেজ পাবেন। জাহের আলভীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও ভালো ছিল। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে দর্শক ঈদে ভালো মানের একটি নাটক দেখতে পাবেন।’

নাটকে দেখা যাবে : চুন্নু একজন বাটপার। তার কাজই হলো ফেসবুকে মেয়েদের সঙ্গে প্রেম করে বিয়ের ফাঁদে ফেলা। এরপর সুযোগ বুঝে বিয়ের দিন কাজি অফিসের সামনে পাত্রীকে দাঁড় করিয়ে রেখে বিভিন্ন ছলাকলা করে সোনাদানা হাতিয়ে নিয়ে চম্পট দেওয়া। যদিও এ পর্যন্ত তার ভাগ্যে জুটেছে বেশিরভাগই গার্মেন্টকন্যা রহিমা, সখিনা ও আমেনারা। আর প্রাপ্তির খাতায় তিন আনা, চার আনার কানের দুল আর নাকফুল। এবার বুঝি তার ভাগ্যে শিকে ছিঁড়ল। আজ রাতে তার কাছে বাড়ি থেকে পালিয়ে আসবে উত্তরার চৌধুরীবাড়ির একমাত্র কন্যা জেসি। চুন্নু এবার সত্যি সত্যি তাকে বিয়ে করে একটি ফ্ল্যাটে তুলল। কেননা সেও নিজেকে বিরাট ব্যবসায়ীর একমাত্র ছেলে বলে জেসির কাছে পরিচয় দিয়েছে। দুজনেরই বাবা-মা মেনে নেবেন না বলে আপতত ফ্ল্যাটে ওঠা। কিন্তু চুন্নু শতভাগ নিশ্চিত বড়লোকের আদরের মেয়ে হওয়ায় বাবার অভিমান ভাঙলে তাদের মেনে নিয়ে ঘরে তুলবেন। তখন আর তাকে পায় কে। একেবারে রাজ্যসহ রাজকন্যা!

চিটিং টু ফিটিং নাটকটি একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা