প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৪:৪৪ পিএম
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর ২’। মুক্তির পর ইতোমধ্যে সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। নিজের মতামত প্রকাশ করছেন অনেকেই। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও তার মতামত প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী লেখেন, ‘দুইটা কথা মনে রাখবেন, ১. যে কোনো ব্যাপারে অতি প্রত্যাশা ভালো নয়। ২. যতটুকু পাবেন, ততটুকু নিয়েই খুশি থাকবেন।’
তিনি আরও লেখেন, ‘‘কাল রাতেই দলেবলে আমরা ‘মহানগর ২’ দেখলাম। এক কথায় বলব ভালো লেগেছে। সাব্বাস আশফাক নিপুণ! আমার মতো অনেক দর্শক তোমার মহানগর সিরিজ দেখে তোমাকে বাহবা দেবে, কারণ তুমি যে অপ্রিয় সত্যগুলো তুলে ধরেছো তোমার মহানগরে, আমরা সেই পরিচিত মহানগরেরই বাসিন্দা। আসলে আমরা যেমন ভাবি, এটা হওয়া উচিত বা ওটা হওয়া উচিত নয়, নিজের বেলায় সততার সঙ্গে সেটা মানি তো বা করি তো? অন্যকে ধোয়া তুলসী পাতার মতো পবিত্র দেখতে চাই, কিন্তু নিজে সৎ হওয়ার চেষ্টা করি না। অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্য।’’
মহানগরের নির্মাতা আশফাক নিপুণের উদ্দেশে চঞ্চল আরও লেখেন, ‘তোমার এই কাজটা দেখে কিছু মানুষের বিবেক জাগ্রত হোক, এটুকু আশা করি। আর তোমার গল্প বলার সাহসকে সাধুবাদ জানাই।’
এই সিরিজের শিল্পীদের নিয়ে তিনি লেখেন, ‘‘যারা অভিনয় করেছেন ‘মহানগর ২’-তে, অধিকাংশই পরীক্ষিত অভিনেতা। সবাই যার যার জায়গায় অসাধারণ, সেটা হোক ফজলুর রহমান বাবু, হোক মোশাররফ করিম বা জয়রাজ অথবা তানজিকা। কিংবা আফসানা মিমি বা শ্যামল মওলা। বিশেষভাবে বলব দিব্যজ্যোতির অভিনয়ের কথা। আমার কাকু দিব্য। এতটা পরিপক্ব অভিনয় আমি ওর কাছ থেকে ভাবতেই পারিনি। অনেক সম্ভাবনাময় অভিনেতা দিব্য।’