× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসাসহ মুক্তির অনুমতি পেল ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৪ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:২০ পিএম

প্রশংসাসহ মুক্তির অনুমতি পেল ‘অপারেশন সুন্দরবন’

বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এলিট ফোর্স ব্যাটালিয়ন র‌্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। থ্রিলার, অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।

মুক্তিকে সামনে রেখে চলছে জোর প্রচারণা। গত ৮ সেপ্টেম্বর বিকালে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ছবির পোস্টারটি প্রকাশ করা হয়।

এবার জানা গেল, র‌্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। অর্থাৎ সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। 

ছবির পরিচালক দীপঙ্কর দীপন এ তথ্য নিশ্চিত করে জানান, ১১ অক্টোবর বিনা আপত্তিতে সেন্সর বোর্ড সদস্যদের কাছ থেকে মুক্তির ছাড়পত্র হাতে পেয়েছে ২ ঘণ্টা ২১ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ‘অপারেশন সুন্দরবন’।

‘শুধু ছাড়পত্রই নয়, সঙ্গে জুটেছে বোর্ড সদস্যদের কাছ থেকে অকুণ্ঠ প্রশংসা’--যোগ করেন দীপন।

‘অপারেশন সুন্দরবন’ পুরোপুরি মূল ধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম, গান--সব আছে। তবে সেটা অথেনটিকভাবে এসেছে, সিনেম্যাটিক স্টাইলাইজেশন দিয়ে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজ, তাসকীন প্রমুখ।   

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। যার সিংহভাগ শুটিং হয়েছে রয়েল বেঙ্গল টাইগারসমৃদ্ধ সুন্দরবনে।


প্রবা/এলএ/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা