× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে নতুন গান নিয়ে আসছে পপাই

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:৫১ পিএম

ঈদে নতুন গান নিয়ে আসছে পপাই

তার আসল নাম রাফান ইমাম হলেও সবাই তাকে পপাই নামেই চেনে। শৈশবে তার প্রিয় কার্টুন পপাই এতটাই পছন্দ ছিল যে, পরিবারের সবাই তাকে পপাই নামে ডাকত। এর পর সেখান থেকেই তার ডাকনাম হয়ে গেল পপাই। সেই নামেই তিনি সংগীতপ্রেমীদের কাছে এখন ভীষণ জনপ্রিয়। 

স্কুলজীবন হতেই পপাইয়ের হেভি মেটাল ও থ্রাশ মেটালের প্রতি ঝোঁক ছিল। তিনি স্কুলের বন্ধুদের সঙ্গে তার প্রথম গ্যারেজ ব্যান্ড ‘একজিট স্ট্র‍্যাটেজি’ গড়ে তোলেন। সেই ব্যান্ড বেশিদিন স্থায়ী হয়নি। এর পর তিনি ‘অ্যাব্লেজ’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত হন। ২০০২ সালে তিনি আরও কয়েকজন মেটালপ্রেমীর সঙ্গে মিলে ‘অর্বজ’ নামে থ্রাশ মেটাল ব্যান্ড গড়ে তোলেন। যেখানে তিনি দীর্ঘ ৭ বছর সম্পৃক্ত থেকে পঞ্চাশোর্ধ আন্ডারগ্রাউন্ড কনসার্ট করেন। অর্বজের সঙ্গে গাওয়া তিনটি গান তিনটি মিশ্র অ্যালবামে বের হয়েছিল।

২০০৯ সালে তিনি ‘অর্বজ’ ত্যাগ করেন, গড়ে তোলেন ‘পপাই’। বাংলাদেশের একটি আন্ডারগ্রাউন্ড ও অল্ট্রারনেটিভ ব্যান্ড হিসেবে যাত্রা করে গানের দলটি। সে বছরের ডিসেম্বরে তিনি ‘পপাই’-এর প্রথম অ্যালবাম নিয়ে কাজ শুরু করেন। ‘আমার স্বর্গ’ নামে সেটি প্রকাশ পায় ২০১০ সালে। এর পর পপাইয়ের দ্বিতীয় অ্যালবাম ‘যা ইচ্ছে তা’ প্রকাশ হয় ২০১৩ সালে। প্রথম অ্যালবামের মতো সেখানেও গান ছিল ৯টি।

দীর্ঘদিন পর নতুন আরও একটি গান মুক্তি পেতে যাচ্ছে দলটির। গানের শিরোনাম এখনও ঠিক হয়নি। গানটির রেকর্ডিং চলছে। এ বিষয়ে পপাইয়ের ম্যানেজার রাফি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঈদে দর্শকদের নতুন একটি গান উপহার দিতে যাচ্ছেন পপাই। গানটির কথা কেবল ঠিক হয়েছে। এখনও সুর করা হয়নি। কিছুদিনের মধ্যেই গানটির সুর ঠিক হয়ে যাবে। এর পর রেকর্ডিং। রেকর্ড শেষে ঈদে পপাইয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। 

দলের বাইরে পপাই নিজে একক একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন। নমনের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন পপাই। আসছে রোজার ঈদেই মুক্তি পাবে নতুন গানটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা