× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে ভয়াবহ আগুনে দেশের তারকাদের শোকবার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৫:১৬ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:৩০ পিএম

বঙ্গবাজারে ভয়াবহ আগুনে দেশের তারকাদের শোকবার্তা

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অবশেষে দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন। এই দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষের সাথে তারকারাও। সকাল থেকেই দেশের তারকাদের হাহাকার আর শোকবার্তা ভেসে উঠেছে ফেসবুক স্ট্যাটাসে। 

মনপুরা’ খ্যাত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক পেজে এক স্টাটাসে লিখেছেন, ‘আহারে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার।’

জনপ্রিয় নাট্য অভিনেত্রী তানভীন সুইটি তার ফেসবুকে লিখেছেন, ‘চারিদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিল। আল্লাহ রহমত করেন বঙ্গবাজার।’

সামাজিক মাধ্যমে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘স্বপ্ন সব শেষ, এটা আমারও তো হতে পারত। বঙ্গবাজার ঢাকা, আল্লাহ আপনি হেফাজত করুন আমাদের।

সিয়াম লিখেছেন, ‘ঈদের ঠিক আগে আগে এত বিশাল অঙ্কের ক্ষতি, দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যাওয়া- এই কান্নার রোল, এই আর্তনাদ সামলে উঠুক শোকতপ্ত মানুষগুলো। সান্ত্বনা জানানোর ভাষাও খুঁজে পাচ্ছি না।’

সংগীতশিল্পী বেলাল খান লিখেছেন, ‘বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪৭টি ইউনিট। মাহে রমজানের উছিলায় আল্লাহ সবাইকে হেফাজত করুক।’

অভিনয়শিল্পী রওনক হাসান লিখেছেন, ‘আহা! বঙ্গবাজার! কৈশোরের নিত্যসঙ্গী!’

এদিন দুপুরে ফেসবুক ভেরিফায়েড পেজে এ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘জ্বলছে বঙ্গবাজার। জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলে-পুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি রক্ষা করো।’

মঙ্গলবার সকাল সোয়া ৬টায় প্রথমে গুলিস্তান মার্কেটে আগুন লাগে বলে ব্যবসায়ীরা জানান। পরে তা বঙ্গবাজার মার্কেট, আদর্শ মার্কেট, এনেক্স টাওয়ার ও মহানগর মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে সকাল থেকেই কাজ শুরু করে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট।

পরে হেলিকপ্টার ও জলকামান নিয়ে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। সাড়ে ছয় ঘণ্টার দীর্ঘ চেষ্টায় অবশেষে দুপুর সাড়ে ১২টা আগুন নিয়ন্ত্রণে আসে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা