× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থেমে গেলে তো চলবে না, নাকি : সিয়াম আহমেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৭:০৯ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৭:২৫ পিএম

থেমে গেলে তো চলবে না, নাকি : সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ২৯ মার্চ ছিল তার ৩২তম জন্মদিন। ১৯৯০ সালে এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। সিয়াম তার বাবা-মায়ের একমাত্র সন্তান। এই শুভ দিনে তিনি তার পরিবার ও সন্তানের সঙ্গে কেক কেটেছেন।

সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। প্রতিবারের মতো এবারও রাত ১২টায় ঘরোয়া পরিবেশে কেক কেটে সিয়াম আহমেদ জন্মদিন উদযাপন করেন। সেই আনন্দঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি, যার ক্যাপশন ছিল, ’A year wiser.’

এবারের জন্মদিনকে ঘিরে সিয়াম আহমেদ ফেসবুকে তার নিজের অনুভূতি সুচারুরূপে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি স্ট্যাটাসে বলেন-

'বয়স বাড়ছে, জন্মদিনও আসছে নতুন সব অনুভূতি নিয়ে। পেছনে ফিরে যখন দেখি- পরিবারের সবার অবিশ্বাস্য সাপোর্ট, বন্ধুদের সাথে কাটানো দারুণ সব মুহূর্ত, কলিগদের কাছ থেকে পাওয়া ভালোবাসা; কত কিছুই চোখে ভাসে। কিন্তু মনটা জুড়িয়ে যায় ভক্তদের ভালোবাসা দেখলে। আমি এই ভালোবাসাটা মন থেকে টের পাই। বাচ্চারা থেকে শুরু করে দাদী-নানী; সকল পেশার, সব বয়সের মানুষের কত আদর-সম্মান যে পেলাম! এই ভালোবাসা কি অন্য কোনো প্রফেশনে গেলে পেতাম? না তো! 

তাই জন্মদিনে নিজেকে বলি, 'শুভ জন্মদিন সিয়াম আহমেদ। আরও ভালো ভালো কাজ করো, দর্শককে এন্টারটেইন করো, তাঁদের হাসাও-কাঁদাও-ভাবাও। থেমে গেলে তো চলবে না, নাকি?'

এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ’সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই কিছু না কিছু করার চেষ্টা করে সিয়াম আহমেদ ফ্যান্স ক্লাব।

সেই ধারাবাহিকতায় গতকাল তারা সংসদ ভবনের সামনে প্রায় ২৫০ জন রোজাদার ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে। সিয়াম আহমেদও তাঁর পরিবারকে সাথে নিয়ে এই ইফতারে যোগদান করেন।’

প্রসঙ্গত, মডেলিং ও টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ২০১৭ সালে ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। তিনি বেশ কিছু মানসম্মত ও ব্যবসা সফল চলচ্চিত্র তার দর্শকদের উপহার দিয়েছেন। ২০২০ সালে 'বিশ্বসুন্দরী' ও ২০২১ সালে 'মৃধা বনাম মৃধা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সিয়াম আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা