× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাপসীর বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৩:২৭ পিএম

তাপসীর বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করলেও এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। শুধুই সমালোচনা নয়, হয়েছে তার বিরুদ্ধে মামলাও। ভারতের ইন্দোরের ছত্রিপুর থানায় এ মামলা করেছেন হিন্দু রক্ষ্মা সংগঠনের আহ্বায়ক একলব্য গৌর। 

তাপসীর বিরুদ্ধের দায়ের হওয়া মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে ছত্রিপুর থানা পুলিশ। যেখানে তার বিরুদ্ধে খোলামেলা পোশাকে দেবী লক্ষ্মীর লকেট পরে র‌্যাম্পে হাঁটার কারণে অপমানিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এই বিষয়টি নিয়েই মামলা করেছে কট্টর হিন্দু মন্থীরা।  

তাপসীর অপরাধের বিষয়টি আলোচনায় আশে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার পরে। ভিডিওতে তাকে দেখা যায়, কোঁকড়া চুলগুলো ছেড়ে দেওয়া। চোখে-মুখে হাসির ঢেউ খেলছে। গলায় শোভা পাচ্ছে নেকলেস। পরনে লাল রঙের ডিপ নেক গাউন। ল্যাকমে ফ্যাশন উইকের ডিজাইনার মণীষ জয়সিংয়ের ডিজাইন করা এই পোশাকে ফ্রেমবন্দি হন তাপসী। সব কিছু ঠিকই ছিল, কিন্তু তাপসীর গলার নেকলেস নিয়ে আপত্তি জানায় নেটিজেনরা। এরপর ভিডিওর নিচে একের পর এক নেতিবাচক মন্তব্য পড়তে থাকে। কারণ নেকলেসে হিন্দুদেবীর ভাস্কর্য রয়েছে।

বিষয়টি নিয়ে ছত্রিপুর থানা পুলিশ ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে মামলাটি করেছেন বিজেপির এমএলএ মালিনি গৌরের পুত্র একলব্য গৌর। এরই মধ্যে আমরা তদন্ত শুরু করেছি।’

তাপসী বর্তমানে বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তামিল ভাষার ‘জানা গানা মানা’ ও ‘অ্যালিয়েন’ সিনেমা। এ ছাড়া হিন্দি ভাষার ‘ডানকি’, ‘ও লাড়কি হ্যায় কাহা’ সিনেমা দুটি এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে নিজের বিরুদ্ধে মামলা নিয়ে এখনও মুখ খোলেননি ‘পিংক’ খ্যাত এই অভিনেত্রী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা