× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে মাতাবে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজল রেখা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:০৬ পিএম

ঈদে মাতাবে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজল রেখা’

দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। গত বছরের মাঝামাঝি সময় নিজের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। সিনেমার নাম ‘কাজল রেখা’। ঘোষণা অনুযায়ী ছবির শুটিংও শুরু করেন ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। শুটিং শেষে এবার সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

গেল বছরের সেপ্টেম্বর মাসে ‘কাজল রেখা’ ছবির শুটিং শুরু হয় নেত্রকোনার সুসং দুর্গাপুরে। সেখানে মাসব্যাপী শুটিং করে প্রথম লটের কাজ শেষ করেন তিনি। এরপর দ্বিতীয় লটের কাজ শুরু হয় অক্টোবরের শেষে। সে যাত্রায় সুন্দরবনে শুটিং হয়েছে। তৃতীয় লটের শুটিং হয় আবার দুর্গাপুরে। তিন ধাপে শুটিং শেষ করে সিনেমাটির এডিটিং শুরু হয়। এডিটিং শেষে এখন চলছে ডাবিংয়ের কাজ। দ্রুতই শুরু হবে সিনেমাটির প্রচার। তবে রোজার ঈদে নয়, কাজলরেখা মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে। পরিচালকও এমন তথ্যই জানালেন।

গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘‘কাজল রেখা’ চলচ্চিত্রটি আমি অনেক যত্ন নিয়ে নির্মাণ করার চেষ্টা করেছি। বিগত দিনে যতগুলো সিনেমা নির্মাণ করেছি, তার থেকে এই সিনেমাটি একদমই আলাদা। এই সিনেমা নির্মাণের আগে অনেক দিন আমাকে গবেষণা করতে হয়েছে। ‘মনপুরা’র পর থেকেই কাজ করেছি। সেই গবেষণার ফলাফল এখন দর্শকদের সামনে তুলে ধরার সময় এসেছে। আশা করি, আগামী কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারব। সেই টার্গেট নিয়েই আমরা এখন কাজ করছি। বাকিটা সময় বলে দেবে।’

এ সময় সিনেমাটি নিয়ে সেলিম আরও বলেন, ‘সিনেমাটি যে নির্মাণ করতে পারব একটা সময় তা মনে হয়নি। অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে কাজটি আমরা সম্পন্ন করেছি। এর জন্য আমার পুরো দলকে অসংখ্য ধনবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতায় কাজটি শেষ করতে পেরেছি এটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন বাকিটা দর্শকদের হাতে।’ 

ময়মনসিংহ গীতিকা থেকে ‘কাজল রেখা’র গল্প নিয়েছেন পরিচালক। যেখানে দেখানো হবে ৫শ বছর আগের সময়কার ময়মনসিংহকে। সিনেমার জন্য ৫শ বছর আগের সময়ে ফিরে যেতে হয় নির্মাতাকে। সেই কথা মাথায় রেখে সিনেমার সেট ও পরিবেশ তৈরি করতে হয়েছে নির্মাতাকে। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই ‘ সেরা নাচিয়ে’র মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই ছবিতে। ছবিতে তার নায়ক শরীফুল রাজ। আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, খায়রুল বাসার, আজাদ আবুল কালাম প্রমুখ। 

সবাই প্রত্যাশা করছেন সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে। মন্দিরা বলেন, ‘আমি ধন্য ক্যারিয়ারের প্রথম সিনেমার জন্য এমন দারুণ একটি গল্প ও চরিত্রে সুযোগ পেয়ে। চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আমি বিশ্বাস করি, সিনেমাটি দর্শকের মন ভরাবে। এখানে সেলিম ভাইসহ পুরো টিমটাই ছিল দুর্দান্ত।’

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পঞ্চম সিনেমা ‘কাজল রেখা’। এর আগে তিনি ৪টি সিনেমা নির্মাণ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম ২০০৯ সালে তিনি নির্মাণ করেন ‘মনপুরা’। এরপর দীর্ঘ বিরতি নিয়ে ২০১৮ সালে নির্মাণ করেন ‘স্বপ্নজাল’, ২০২২ সালে ‘গুনিন’ ও ‘পাপ-পুণ্য’ মুক্তি দেন তিনি। তবে সিনেমাগুলো সেভাবে দর্শকের সাড়া পায়নি। তবে নতুন সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই নির্মাতা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা