× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভাইরাস’ শুরু করছেন অনম বিশ্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৩:১৫ পিএম

‘ভাইরাস’ শুরু করছেন অনম বিশ্বাস

দেশের মেধাবী নির্মাতা অনম বিশ্বাস। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমা বানিয়ে হইচই ফেলে দেন তিনি। এরপর বেশ কিছু জনপ্রিয় কাজ উপহার দেন এই নির্মাতা। বর্তমানে নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এর মাঝেই নতুন ওয়েব সিরিজ নির্মাণের কাজ হাতে নিয়েছেন। নতুন এ সিরিজের নাম ‘ভাইরাস’। এটি এ বছরই দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি দেওয়া হবে। 

নতুন এ ওয়েব সিরিজের বিষয়ে নিশ্চিত করে অনম বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চরকির সঙ্গে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছি। সিরিজটির গল্প ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। এখন শুধু শিল্পী বাছাই করব। দ্রুতই শুরু করব এর শুটিং।’

তিনি আরও বলেন, সিরিজটি এ বছরই শেষ করতে হবে। একটু তাড়া নিয়ে কাজটি করব। কারণ হাতে ‘ফুটবল ৭১’ রয়েছে, এটির নির্মাণকাজ শেষের দিকে। মূলত এর সব কাজ শেষ করেই ‘ভাইরাস’ শুরু করব।

নতুন ওয়েব সিরিজের গল্প প্রসঙ্গে এ পরিচালক বলেন, ‘নির্মাণের আগে গল্প বলাটি ঠিক হবে না। তারপর জাস্ট এতটুকু বলি, এটি এই সময়ের গল্প। সমকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। একটি নতুন ধারার গল্প আমি বলব। দর্শকের পছন্দ হবে।’ 

এ সময় তিনি জানান, ‘আমার দ্বিতীয় সিনেমা ‘ফুটবল ৭১’-এর শুটিং দু-তিন দিনের মধ্যেই শেষ হবে। এরপর ‘ভাইরাস’-এর জন্য শিল্পী বাছাই শুরু করব। আশা করি, আগামী সপ্তাহেই শিল্পী তালিকা জানাতে পারব।’

পাশাপাশি হইচই থেকে ‘রঙ্গিলা কিতাব’ নামেও একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন অনম বিশ্বাস। এটি আগে নির্মাণের কথা থাকলেও শিডিউল পরিবর্তন হয়েছে। তাই ‘ভাইরাস’ শেষ করে হইচইয়ের কাজ ধরবেন তিনি। ‘রঙিলা কিতাব’ সিরিজের শিল্পী তালিকাও এখনও চূড়ান্ত হয়নি বলে জানান অনম। 

‘ফুটবল ৭১’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরেফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। নির্মাতার সঙ্গে এটা তাদের দুজনেরই প্রথম কাজ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। ২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের ইতিহাসও। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এই ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সে আবেগের চিত্রায়ণ এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা