× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটিতে আছেন কারিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

ছুটিতে আছেন কারিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাইফ পত্নী কারিনা কাপুর। এইমুহূর্তে নতুন কোনও ছবির কাজ নিয়ে ব্যাস্ত নন তিনি। বেশ অবসরময় জীবনযাপন করছেন। তাইতো সপরিবারে ছুটি কাটাতে আফ্রিকা সফরে গিয়েছেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। অন্য মহাদেশ থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন কারিনা।

সে ছবিতে কোথাও রয়েছেন তাঁর বড় ছেলে তৈমুর, কোনওটায় আবার ছোট ছেলে জেহ। ছবি দিয়েছেন সইফের সঙ্গেও। ছবিগুলিতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা।

সূত্রের খবর, এইমুহূর্তে কেনিয়ায় ছুটি কাটাচ্ছেন করিনা। জিপে চড়ে সাফারির পাশাপাশি সময় কাটাচ্ছেন জেব্রা কিংবা গণ্ডারের সঙ্গেও। কখনও সাদা, কালো ডোরাকাটা জেব্রা আবার কখনও গন্ডারের সঙ্গে সময় কাটান করিনা কাপুর খান। ঘোরার ফাঁকে ফাঁকেই সামাজিক মাধ্যমে সেই ছবিগুলি শেয়ার করছেন অভিনেত্রী। এরমধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, হোটেলে সোফার উপরে বসে করিনা। আর পিছনে ঘুরছে দু’টো জেব্রা। সে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “তেমন কিছু না… আমার নতুন বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি।” 

 করিনা ও সইফ দু’জনেই ঘুরতে ভালবাসেন। আর ছোট থেকে দুই ছেলেকে সেইভাবেই তৈরি করছেন বলিউডের অন্যতম এই পাওয়ার কাপল। উল্লেখ্য, করিনাকে শেষ দেখা গিয়েছে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। আর কিছুদিন পরেই মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ। যার পরিচালক ‘কাহানি’ খ্যাত সুজয় ঘোষ। গতবছর দার্জিলিংয়ে এই সিরিজের শ্যুটিং সেরে গিয়েছেন অভিনেত্রী। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। তারপর মুক্তির অপেক্ষা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা