× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশ্রুভেজা শ্রদ্ধায় গাজী মাজহারুল আনোয়ারকে বিদায় দিল এফডিসি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৭ পিএম

অশ্রুভেজা শ্রদ্ধায় গাজী মাজহারুল আনোয়ারকে বিদায় দিল এফডিসি

অবশেষে তিনি এলেন। বরাবরের মতোই পেলেন সম্মান ও ভালোবাসা। তবে আজকের এই আয়োজন ছিল চোখের জলে ভেজা। আর যে কখনো আসা হবে না তার, দেখা মিলবে না কোনো দিন। তাই প্রিয়জনেরা শেষবারের মতো হৃদয়ের সবটুকু নিংড়ে দিয়ে শ্রদ্ধা জানালেন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারকে।

আজ দুপুর সাড়ে ১২টায় এফডিসিতে আসে তার মরদেহ। হাজারো সহকর্মী ও প্রিয় মানুষ তাকে বরণ করে নেন। ফুল দিয়ে জানান শ্রদ্ধা। নানা স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে এফডিসির আঙিনা৷ সবই হয়তো দেখছেন, শুনছেন গাজী মাজহারুল আনোয়ার। হয়তো তিনি আজ খুব খুশি৷ আজীবন এই ভালোবাসাই তো তিনি পেতে চেয়েছেন!

এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের প্রথম নামাজে জানাজা। হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন জানাজায়। এতে ইমামতি করেন এফডিসির ইমাম। 

জানাজার আগে বাবার হয়ে সবার কাছে ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান গাজী মাজহারুল আনোয়ারের পুত্র উপল ও তার পরিবারের সদস্যরা। দোয়াও কামনা করেন তারা।

এফডিসিতে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। 

এরপর বনানী কবরস্থানে মায়ের কবরেই চিরনিদ্রায় যাবেন বাংলা গান ও চলচ্চিত্রের কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। 

প্রবা/এলএ  /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা