× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিনা শাম্মীর আমন্ত্রণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৩:২১ পিএম

এলিনা শাম্মীর আমন্ত্রণ

দেশীয় বিনোদন মাধ্যমের প্রিয়মুখ এলিনা শাম্মী। একাধারে তিনি মডেল, অনুষ্ঠান উপস্থাপক ও অভিনেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও সুদর্শনা এলিনা শাম্মী জনপ্রিয় একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যতিক্রমী নানান সব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী আরও একটি অসাধারণ চরিত্র নিয়ে আসছেন চলচ্চিত্র দর্শকদের সামনে। ১৭ মার্চ মুক্তি পাচ্ছে ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রেডিও’। ছবিতে প্রধান একটি নারী চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী।

মুক্তিযুদ্ধের সময় নাগরিক সুবিধাবঞ্চিত একটি গ্রামে রেডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা নিয়ে এই সিনেমার গল্প। ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেয়ে ১৭ মার্চ মুক্তি পাচ্ছে। এরই মধ্যে এটি চ্যানেল আইতে প্রিমিয়ারও হয়েছে। প্রশংসা পেয়েছে দর্শকের। এবার এটি আসতে চলেছে সিনেমা হলের পর্দায়। ‘রেডিও’ সিনেমায় এলিনা শাম্মী ছাড়া আরও অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখ। 

মুক্তির আগে সিনেমাটির প্রচারে সরব রয়েছেন এলিনা শাম্মী। তিনি বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি কীভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং প্রভাব ফেলে, সেটা অনেকেই জানেন। জাতি হিসেবে আমরা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই-সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। একটি গ্রামে ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনাকে কেন্দ্র করে ছবিটির গল্প।’

তিনি আরও বলেন, ‘পরিচালক অনন্য মামুন স্যার জানিয়েছেন, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে অনেক প্রশংসা করেছেন। এই ছবির একজন অভিনেত্রী হিসেবে এটি আমার জন্য অসম্ভব ভালো লাগার বিষয়।’

দেশের নতুন প্রজন্মকে ‘রেডিও’ দেখার আহ্বান জানিয়ে এলিনা শাম্মী বলেন, ‘তাদের জন্য ‘রেডিও’ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল। আমরা যুদ্ধ দেখিনি, ৭ মার্চের ভাষণ দেখিনি। কিন্ত রেডিও চলচ্চিত্রর মধ্য দিয়ে সেই সময়কে দেখানো হয়েছে আর বোঝানো হয়েছে যে বঙ্গবন্ধুর ভাষণ সারা দেশের মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কতটা উদ্বুদ্ধ করেছিল। আমি বলব, দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ‘রেডিও’ সিনেমাটি হলে গিয়ে দেখা উচিত।’

রেডিও ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এলিনা শাম্মীর। সেগুলো হলো মধ্যবিত্ত, ছায়াবৃক্ষ, জলরঙ, কয়লা ইত্যাদি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা