× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে এই অস্কার-জয়ী ‘নাটু নাটু’ গানের গীতিকার !

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:১৬ পিএম

কে এই অস্কার-জয়ী ‘নাটু নাটু’ গানের গীতিকার !

আজ সকালে (বাংলাদেশ সময়ে) বহু মানুষ অপেক্ষা করে বসেছিলেন টিভির বা মোবাইলের পর্দার সামনে। কারণ একটাই— অস্কারে কী কী পাবে ভারত? সৌনক সেন, কার্তিকী গনজালভেজ, গুনিত মোঙ্গাকে নিয়ে তো প্রতিক্ষা ছিলই, তার পাশাপাশি বড় অপেক্ষা ছিল রাজামৌলির ‘আরআরআর’-এ হিট গান ‘নাটু নাটু’ নিয়েও। এই গান কি পাবে অস্কার? প্রতীক্ষার শেষ হয়েছে। এবং প্রতীক্ষার শেষে ভালো খবরও এসেছে। ‘নাটু নাটু’ পেয়েছে পুরস্কার। সেরা গানের জন্য অস্কার উঠেছে দুই শিল্পীর হাতে। এমএম কিরাবানি এবং চন্দ্রবোস।

এমএম কিরাবানি সম্পর্কে অনেকেই জানেন। ভারতের অন্যতম নামজাদা সঙ্গীত পরিচালক হলেন কিরাবানি। কিন্তু সেভাবে হয়তো জনপ্রিয় নন চন্দ্রবোস। আর সেই কারণেই তার সম্পর্কে খোঁজ নিচ্ছেন বহু মানুষ। 


কে এই চন্দ্রবোস?

গীতিকার এবং গায়ক হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেন এই শিল্পী। মূলত তেলুগু ছবিতেই কাজ করেছেন তিনি। ১৯৯৫ সালে ‘তাজ মহল’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তার পরে টানা কাজ করে চলেছেন তিনি। তেলেঙ্গানার এই শিল্পীর কাজ করা হয়ে গিয়েছে প্রায় ৮৫০টি ছবিতে। তবে ভারতে তাকে অনেকে চিনলেও আন্তর্জাতিক স্তরে তাকে বিপুল পরিচিতি দিয়েছে ‘নাটু নাটু’। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এর জন্য তিনি অস্কারের আগে গোল্ডেন গ্লোবও পেয়েছেন। 


ব্যক্তিজীবন

অর্থনৈতিক ভাবে একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম এই শিল্পীর। বাবা ছিলেন স্কুলশিক্ষক। চন্দ্রবোস তার স্কুলশিক্ষা শেষ করার পরে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। হায়দরাবাদের জওহরলাল নেহরু টেকনোলজি ইউনিভার্সিটি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কিন্তু অনেক আগে থেকেই গানবাজনার প্রতি আগ্রহ ছিল তার। তিনি দূরদর্শনের বেশ কিছু অনুষ্ঠানে গানও গান। ফলে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে তিনি ঢুকে পড়েন বিনোদনের জগতেই। তার সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা আবারও প্রমাণিত হল অস্কারের মঞ্চে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা