× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যারিমোরের জীবনের নায়ক স্পিলবার্গ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম

ব্যারিমোরের জীবনের নায়ক স্পিলবার্গ

হলিউড অভিনেত্রী ড্রিউ ব্লিথ ব্যারিমোর। অভিনয় ছাড়া ব্যক্তিজীবনের নানা কারণে সংবাদের শিরোনাম হন তিনি। এবার নিজের ড্রেসিং রুমের ছবি নিয়ে আলোচনায় আসলেন, যা নিয়ে সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালে সাক্ষাৎকারও দিয়েছেন চার্লিস অ্যাঞ্জেল খ্যাত এই অভিনেত্রী। 

ছোটবেলা থেকেই ড্রিউ ব্লিথ ব্যারিমোর অস্কারজয়ী নির্মাতা স্টিভেন স্পিলবার্গের বড় ভক্ত। তাই তার ড্রেসিংরুমের সবচেয়ে দামি জিনেসের মধ্যে একটি হচ্ছে নির্মাতার সঙ্গে তার ছোটবেলার একটি ছবি। যেটি তিনি দীর্ঘদিন ড্রেসিং রুমে ঝুলিয়ে রেখেছেন। এই বিষয়ে ওয়ালস্ট্রিট জার্নালে ড্রিউ বলেন, ‘আমার ড্রেসিং রুমে অনেক দামি ও মূল্যবান জিনিস রয়েছে। আমি মনে করি, আমার ও স্পিলবার্গের ছবিটি সবচেয়ে দামি ও মূল্যবান। এর কারণ রয়েছে অনেক।’

এরপর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সম্পর্কে তিনি আমার বাবার মতো। আমার ক্যারিয়ারের আসল নায়ক। অভিনয় জীবনের শুরুতে তিনি আমাকে সুযোগ দিয়েছেন। যেই সুযোগটি আমি ঠিকঠাক কাজে লাগাতে পেরেছিলাম বলেই আজ এই অবস্থানে। তিনি যদি ১৯৮২ সালে শিশুশিল্পী হিসেবে ‘ইটি দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল’ সিনেমায় আমাকে অভিনয় করার সুযোগ না দিতেন তাহলে আমি বিশ্বাস করি, হয়তো আমার জীবন এমন হতো না। তার কাছে আমি কৃতজ্ঞ। তাই আমি যতদিন বেঁচে আছি, আমার ড্রেসিংরুমে তার সঙ্গে আমার এই ছবিটি থাকবে। আমি তাকে বাবার মতো সম্মান করি। তিনিও আমাকে অসম্ভব পছন্দ করেন। আমাদের সম্পর্কটি বাবা-মেয়ের।’ 

এ সময় তার ‘ইটি দ্য দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল’ সিনেমার অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘এই সিনেমাটি আমার জীবনের সেরা একটি সিনেমা। যতবার দেখি ততবার আমি নস্টালজিক হয়ে পড়ি। মাঝেমধ্যে আমার মনে হয়, সেই সময়টিতে যদি আবার ফিরে যেতে পারতাম! তবে কখনও যদি আমাকে এই সিনেমার রিমেক চরিত্রে অভিনয় করতে বলা হয় আমি কোনো ভাবা ছাড়াই দ্বিতীয়বার এই চরিত্রটি করতে চাইব।’

এর আগে ব্যারিমোর তার জীবনের অনেকটা সময় মদ্যপানে আসক্ত ছিলেন জানিয়ে একটি সাক্ষাৎকার দেন, যা নিয়ে বেশ আলোচনা হয় হলিউডভিত্তিক গণমাধ্যমে। তবে এখন তিনি মাদকমুক্ত জীবন উপভোগ করছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা