× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম এশীয় নারী মিশেল ইয়োহর হাতে উঠল অস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১১:৫৭ এএম

অস্কার পুরস্কার হাতে প্রথম এশীয় নারী মিশেল ইয়োহ। ছবি: বিবিসি

অস্কার পুরস্কার হাতে প্রথম এশীয় নারী মিশেল ইয়োহ। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসরে প্রথম এশীয় নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল ইয়োহ।

লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রবিবার (১২ মার্চ) রাতে (বাংলাদেশ সময় সোমবার সকালে) এক জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

 ইতিহাসে প্রথমবারের মতো, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একজন এশিয়ান নারীকে প্রধান চরিত্রে সেরা অভিনেত্রীর জন্য অস্কার প্রদান করেছে। মিশেল ইয়োহ ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানসে’ তার ভূমিকার জন্য অস্কার গ্রহণ করেন। 

ইয়োহ বলেন, ‘স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’ 

তিনি তার পাশে থেকে সহযোগিতা করার জন্য হংকংয়ের নারীদের ধন্যবাদ জানান। 

মিশেল তার পুরস্কারটি তার মাকে উৎসর্গ করেন। বলেন, আমার মা-ই আসলে ‘সুপার হিরো’।

৯৫তম অস্কার পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পাঁচজন মনোনয়ন পেলেও কেট ব্ল্যানচেট (টার), মিশেল ইয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস) ও আনা ডি আরমাসের (ব্লন্ড) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

পুরস্কারটি গত বছরের সেরা অভিনেতা বিজয়ী উইল স্মিথের দেওয়া উচিত ছিল, কিন্তু অনুষ্ঠান চলাকালীন ক্রিস রককে চড় মারার কারণে একাডেমি তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা