× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক যুগ পর মৌয়ের সঙ্গী নোবেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১২:৪৬ পিএম

এক যুগ পর মৌয়ের সঙ্গী নোবেল

বাংলাদেশের মডেলিং জগতের সেরা নাম সাদিয়া ইসলাম মৌ। সৌন্দর্য্য, অভিব্যক্তিতে তিনি আজও দর্শকের কাছে প্রিয়মুখ। বহু বিজ্ঞাপনে তিনি বৈচিত্র্যময় চরিত্র ও সাজে হাজির হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। আদিল হোসেন নোবেলের সঙ্গে তার জুটিকে এ দেশে মডেল জুটি হিসেবে আইডল মানা হয়। তারা একসঙ্গে অনেক কাজ উপহার দিয়েছেন।

মৌ অনিয়মিত হলেও নানা কাজে শোবিজে সরব। প্রকাশ হয়েছে তার একটি ওয়েব সিরিজও। এদিকে মডেল থেকে করপোরেট ব্যক্তি বনে যাওয়া নোবেল শোবিজে একেবারেই নিষ্প্রভ। সেই তিনি আবারও আলোচনায় এলেন মৌয়ের সঙ্গী হয়ে। 

প্রায় এক যুগ পর কোনো ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে হেঁটেছেন তারা। সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হলো ফ্যাশন শোটি। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘অনেকদিন পর, হিসাব করে বলতে গেলে খুব সম্ভবত এক যুগ পর আমি আর মৌ শো-স্টপার হিসেবে কোনো অনুষ্ঠানে হেঁটেছি। আমার কাছে আসলে ভীষণ ভালো লেগেছে। কারণ শো-স্টপার হিসেবে হাঁটা বেশ সম্মানের। যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। একটি চমৎকার অনুষ্ঠান ছিল। আমাকে এবং মৌকে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য বিশেষ ধন্যবাদ।’ 

মৌ এই শো নিয়ে বলেন, ‘চমৎকার একটি আয়োজন ছিল। নোবেলের সঙ্গে অনেকদিন পর কাজ হলো। খুব উপভোগ্য বিষয়টি।’

নোবেল ও মৌ মূলত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই জনপ্রিয় জুটি হয়েছেন। তাদের করা সবগুলো বিজ্ঞাপনই দর্শকের কাছে দারুণ সাড়া ফেলেছে। এ ছাড়াও তারা দুজন বেশকিছু ভালো ভালো গল্পের নাটকেও অভিনয় করেছেন। তাদের দুজনের অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কুসুম কাঁটা’, ‘হাইওয়ে’, ‘লাভ ফাইনালি’, ‘ ধ্রুবতারা’, ‘প্রিয়তমা’ ইত্যাদি। 

নোবেল একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ পদে কর্মরত আছেন। চাকরির কারণেই মূলত নিয়মিত অভিনয়ে বা বিজ্ঞাপনে তাকে দেখা যায় না। তবে তিনি জানান গল্প এবং চরিত্র ভালো লাগলে কাজ করতে আগ্রহী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা