প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৭:৪৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৮:১১ পিএম
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘চিরকুমার’। দেখতে দেখতে নাটকটির ৫০তম পর্ব প্রচার হতে যাচ্ছে। ৬ মার্চ সোমবার রাত ৯টা ৩০মিনিটে দেখা যাবে বিশেষ এই পর্বটি।
নির্মাতা তুহিন হোসেন জানান, ৫০তম পর্বে বিশেষ চমক থাকবে গল্পে।
গোলাম রাব্বানীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, ফারিয়া শাহরিন, আরশ খান, বাপ্পি আশরাফ, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।
নির্মাতার ভাষ্যে, ‘দেখতে দেখতে নাটকটি ৫০ পর্বে চলে আসলো। আমরা চেষ্টা করেছি দর্শককে নির্মল বিনোদন দিতে। এরই মধ্যে মানুষ তাদের পছন্দের জায়গায় নাটকটিকে জায়গা করে দিয়েছে। সামনের পর্বগুলোতেও আমরা নতুন নতুন চমক নিয়ে আসব।’
চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকটির গল্প।
প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হয় নাটকটি।