প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৬:২৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৮:৫৫ পিএম
পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। শোনা গিয়েছিল, ‘জি লে জারা’ ছবির হাত ধরেই প্রত্যাবর্তন হবে জাভেদ-পুত্রের। নতুন খবর হলো, সেই পরিকল্পনা বদল করছেন ফারহান। শেষ ছবি পরিচালনা করেছেন প্রায় এক যুগ আগে। তারপর ব্যস্ত ছিলেন অভিনয় নিয়েই। পাশাপাশি চুটিয়ে গান গেয়েছেন গত কয়েক বছর। একের পর এক লাইভ শো করেছেন। তবে এবার ফের ক্যামেরার পেছনে ফিরতে চান ফারহান আখতার। তবে এখন খবর, সেই ছবি অনিশ্চিত হয়ে পড়ায় অন্য ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন তিনি। শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবির হাত ধরেই ফিরতে চান পরিচালক ফারহান।
২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘ডন ২’। শাহরুখ খান অভিনীত সেই ছবি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। পরিচালক হিসেবে ‘ডন ২’ শেষ ছবি ফারহানের। ওই বছরই মুক্তি পায় ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’। জয়া আখতার পরিচালিত এই ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছিলেন ফারহান। মুক্তি পাওয়ার পরে ভীষণ জনপ্রিয় হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। এমনকি ‘দিল চাহতা হ্যায়’-এর আধুনিক সংস্করণ আখ্যাও পেয়েছিল এই ছবি। তারপর থেকেই ওই ছবির ‘ফিমেল ভার্সন’ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। সেখান থেকেই ‘জি লে জ়ারা’ ছবির ভাবনা। তিন বান্ধবীর রোড ট্রিপের গল্পে বাঁধা ছবির চিত্রনাট্য। ২০২১ সালের মাঝামাঝি সময়ে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ মুখ্য চরিত্রের তিন অভিনেত্রীর ছবি দিয়ে সমাজমাধ্যমে নতুন ছবি ঘোষণা করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় বছর দুয়েক। মা হয়েছেন আলিয়া ও প্রিয়াঙ্কা। আপাতত সন্তানদের নিয়ে ব্যস্ত তারা দুজনেই। একাধিক কারণে বারবার শুটিং পিছিয়েছে ছবির।
সর্বশেষ খবর, তিন অভিনেত্রী সময় বের করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে ‘জি লে জ়ারা’। তাই পরিচালনায় ফিরতে এবার নাকি ‘ডন ৩’কেই বাজি ধরছেন ফারহান আখতার।