× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সর ছাড়পত্র পেল ‘পায়ের তলায় মাটি নাই’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৯ পিএম

সেন্সর ছাড়পত্র পেল ‘পায়ের তলায় মাটি নাই’

রাব্বী মৃধা পরিচালিত প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। বাংলাদেশে মুক্তির জন্য সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সম্প্রতি।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, সিনেমাটি দেখে কোনো রকম কর্তন ছাড়াই মুক্তির অনুমতি দেওয়া হয়। 

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন নন্দিত চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

প্রযোজক ইমন ছবিটি নিয়ে বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তি-মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে, সেই টানাপড়েনের গল্পই দেখা যাবে 'পায়ের তলায় মাটি নাই' সিনেমায়। বিশ্বের বিভিন্ন উৎসবে এটি প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে এবং সম্মাননা এসেছে। বাংলাদেশেও ছবিটি দর্শক পাবে বলে আশা রাখছি।'

পরিচালক রাব্বী মৃধা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবী নানা রকম সমস্যার মুখোমুখি। আমরা এ ছবিতে দেখাতে চেয়েছি এই পরিবর্তনের ফলে একজন মানুষের জীবনের পরিবর্তন। গ্রাম ছেড়ে শহরে এসে তার টিকে থাকার সংগ্রাম।'

তিনি জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এদিকে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,  ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ ভারতের ব্যাঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের ১৪টি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেসব জায়গা থেকে বয়ে এনেছে সুনাম ও সম্মাননা।

প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা