× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধারা দেখলেন ওরা ৭ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম

মুক্তিযোদ্ধারা দেখলেন ওরা ৭ জন

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। এটি সারা দেশে মুক্তি পাচ্ছে আগামী ৩ মার্চ। খিজির হায়াতের পরিচালনায় নির্মিত সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি। মূলত মুক্তিযোদ্ধাদের জন্যই ছিল এই প্রদর্শনী। সিনেমাটি দেখা শেষে মুক্তিযোদ্ধারা আবেগে আপ্লুত হন বলে জানান পরিচালক। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। 

প্রদর্শনী শেষে অশ্রুসিক্ত চোখে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘সিনেমাটিতে যুদ্ধক্ষেত্রের মানবতা আছে, দুই মানব-মানবীর পবিত্র প্রেমের টানও প্রতিভাত হয়েছে। মুক্তিযুদ্ধ যে জনযুদ্ধ এবং সার্বজনীনÑ সেটাও ফুটে উঠেছে। যুদ্ধের রক্তক্ষয়, প্রাণহানি এবং চরম সংকটেও প্রাণের উচ্ছ্বাস প্রতিভাত। নিঃশ্বাসে-প্রশ্বাসে আল্লাহর ওপর ভরসা ও দেশপ্রেম, অমোচনীয়ভাবে অনুভূত আর অস্ত্র পরিচালনা ও মাটির ওপর চলাচল, সরেজমিন-রণকৌশল অবশ্যই জুতসই ছিল। সিনেমাটি দেখে আমি সেই ১৯৭১ সালে ফিরে গিয়েছি।’

বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘ছবিটি যেন আমাদের সেই সময়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ১৯৭১ সালে আমরা যারা রণক্ষেত্রে ছিলাম, সে সময়ের নানা সংকটের কথাও ছবিটিতে দৃশ্যমান। আমার মতে, বিশ্বকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হলে এই ছবিটি দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে দেওয়া উচিত।’

‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তারাও উপস্থিত ছিলেন বিশেষ প্রদর্শনীতে। 

অভিনেত্রী মম বলেন, ‘সিনেমাটি দেখে বীর মুক্তিযোদ্ধারা আবেগাপ্লুত হয়েছেন, আমাদের জড়িয়ে ধরেছেন। কলাকুশলীদের সবাইকে দোয়া দিয়েছেন। যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, সেই মহান মুক্তিযোদ্ধাদের ছবিটা আমরা দেখাতে পেরেছি, তাঁদের প্রশংসা পেয়েছি, এর চেয়ে বেশি পাওয়ার আর কী থাকতে পারে। তারা বারবার বলছিলেন, ‘আমরা ওই সময়ে ফিরে গেছি। এভাবেই যুদ্ধ হতো। এভাবেই আমরা মুক্তিযুদ্ধ করেছি।’

পরিচালক খিজির হায়াত বলেন, ‘অনেক যত্ন ও আবেগ নিয়ে সিনেমাটি আমরা তৈরি করেছি। সবাই অনেক পরিশ্রম করেছি। যখন সিনেমাটি দেখে মুক্তিযোদ্ধারা এটাকে ভালো বলেছেন, নিজেদের যুদ্ধের দিনগুলোতে ফিরে গেছেন বলে জানিয়েছেন, এসব শুনে প্রশান্তি কাজ করছে আমার মধ্যে। সিনেমাটি ৩ মার্চ দেশের হলে মুক্তি পাবে। দর্শক সিনেমাটি দেখে সন্তুষ্ট হবেন প্রত্যাশা করছি।’

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের নিয়ে এর আগেও সিনেমা নির্মাণ করেছেন এই নির্মাতা। তার বহুল আলোচিত ‘জাগো’ আর মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘অস্তিত্বে আমার দেশ’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা