× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিরিজ নিয়ে আসছেন অমিতাভ রেজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম

নতুন সিরিজ নিয়ে আসছেন অমিতাভ রেজা

‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে আসেন দেশের বিজ্ঞাপনের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। সেই সিনেমা দিয়ে বাজিমাত করেছেন তিনি। প্রথম সিনেমা দিয়েই নির্মাণে নিজের মুনশিয়ানা দেখানো এই নির্মাতার নতুন আরও এক সিনেমা মুক্তির অপেক্ষায়। বিদেশের নানা উৎসবে প্রশংসিত সেই সিনেমার নাম ‘রিকশা গার্ল’।

চলচ্চিত্রের বাইরে ওটিটিতে সরব এই নির্মাতা। তিনি তৈরি করেছেন ওয়েব ফিল্ম ও সিরিজ। সেখানেও পেয়েছেন প্রশংসা। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যার নাম এখনও ঠিক হয়নি।

অমিতাভ রেজা জানান, নতুন ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। বাছাই হয়ে গেছে গল্প, চিত্রনাট্যও প্রস্তুত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কাজে নামার পালা। অমিতাভ বলেন, ‘এ বছর নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। বায়োস্কোপের জন্য এটি বানানো হবে। যার শুটিং শিগগিরই শুরু করব। কিছু অফিসিয়াল কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই সিরিজের নাম ও কারা কারা অভিনয় করছেন ঘোষণা দেওয়া হবে। আপাতত প্রস্তুতি নিচ্ছি আমরা।’

এর আগে ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজ দিয়ে অমিতাভ রেজা দেশের দর্শকদের জন্য নতুন ধরনের গল্পের যাত্রা শুরু করেন ওটিটি। সেটি ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইয়ে ২০১৯ সালে মুক্তি দেওয়া হয়। হইচইয়ে বাংলাদেশি নির্মাণ এটিই প্রথম। এরপর ২০২২ সালে একই প্ল্যাটফর্ম থেকে তার ‘বোধ’ সিরিজটি মুক্তি পায়। দুটি ওয়েব সিরিজই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। ওটিটিতে তাই নিজেকে খানিকটা দক্ষ মনে করছেন নির্মাতা। নতুন সিরিজটি নিয়ে তাই করছেন ভালো কিছুর প্রত্যাশাও। অমিতাভ রেজা বলেন, ‘আমি সবসময় সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। তাড়াহুড়ো আমার একদমই পছন্দ না। এ কাজটি নিয়ে আমি ও আমার টিম অনেক আগে থেকেই গবেষণা করে আসছি। এখন কাজে নেমে যাওয়ার পালা। প্রত্যাশা তো অবশ্যই আছে। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।’

শিল্পীদের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘নামগুলো এখনই প্রকাশ করতে পারছি না। কারণ সব আলোচনার পর্যায়ে রয়েছে। তবে এটুকু বলা যায়, দর্শকের পছন্দের শিল্পীরাই থাকবেন এখানে।’

গল্পের ধরন নিয়েও খোলাসা করে কিছু বলতে চাননি এই নির্মাতা। জানালেন, এটা বিনোদনমূলক একটি সিরিজ হবে। আজকাল দর্শক যে ধরনের সিরিজ দেখতে পছন্দ করেন তেমনই আমেজ থাকবে।

প্রসঙ্গত, আগামী এপ্রিল অথবা মে মাসে দেশের প্রেক্ষাগৃহে অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি ইতোমধ্যে জার্মানির ‘স্লিঙ্গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ব্রাসেলস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার পেয়েছে। পাশাপাশি গেল বছর শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট অব ফেস্ট’ পুরস্কার পায় ‘রিকশা গার্ল’। সিনেমাটি দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবেও আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতা করেছে। এরপর ২০২১ সালের ৯ অক্টোবর উত্তর আমেরিকার উপকূলীয় অঞ্চলের মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে, গেল বছরের ৫ মে নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় প্রদর্শিত হয়। এবার দেখা যাক নিজভূমে কতটা সাফল্যে রঙিন হতে পারে ‘রিকশা গার্ল’। সিনেমাটি প্রযোজনা করেছেন হলিউডের জনপ্রিয় প্রযোজক এরিক জে অ্যাডামস। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চম্পা মরিয়ম ও অ্যালেন শুভ্র।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা