× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় সড়ক দুর্ঘটনায় আইসিইউতে কুমার বিশ্বজিতের ছেলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৯ পিএম

কুমার বিশ্বজিতের সঙ্গে তার ছেলে নিবিড় কুমার। ফাইল ছবি

কুমার বিশ্বজিতের সঙ্গে তার ছেলে নিবিড় কুমার। ফাইল ছবি

কানাডার টরন্টোয় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের আরোহী নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী।

শিল্পীর ঘনিষ্ঠজন এবং কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। ছেলের আহত হওয়ার খবর পেয়ে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ।

দুর্ঘটনায় নিহতরা হলেন--আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ।

সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অন্টারিওর হাইওয়ে সেফটি ডিভিশনের সার্জেন্ট কেরি শ্মিট জানিয়েছেন, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে চারজন ছিল। দক্ষিণদিকে যাওয়ার সময় গাড়িটি তীব্র গতিতে চলার সময় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।


পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন তরুণ ও একজন তরুণী রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।

কানাডার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিবিড় কুমার গাড়ির চালকের আসনে ছিলেন। বাকিরা ছিলেন তার সহযাত্রী। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান তৃতীয় জন। নিবিড়কেও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে নিবিড়সহ ওই তিনজন টরন্টোয় পাড়ি জমান।

এদিকে বুধবার সকাল থেকেই নিবিড়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নানা গণমাধ্যমে। তাই নিশ্চিত না হয়ে এ ধরনের খবর না ছড়াতে অনুরোধ জানিয়েছে শিল্পীর পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা