× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ‘শিরোনামহীন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম

অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ‘শিরোনামহীন’

জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’। তাদের জনপ্রিয় গানগুলোর একটি ‘বন্ধ জানালা’। সম্প্রতি এই গানটি নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যার শিরোনাম দেওয়া হয় ‘শিরোনামহীন ইলুমিনাতি এজেন্ট’।

ভিডিওতে দেখা যায়, একজন বলছেন, ‘শিরোনামহীন বাংলাদেশের ইলুমিনাতির এজেন্ট।’ তারা গানে ইসলামবিরোধী নানা দৃশ্য ব্যবহার করেছে বলে দাবি জানিয়েছে সেই ছেলেটি। ভিডিওটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, যা নজরে এসেছে ‘শিরোনামহীন’ ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়ার। গানের এমন ভুল ব্যাখ্যার কঠোর সমালোচনাও করেছেন তিনি। আর দলটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপও, জানান তিনি।

জিয়া বলেন, ‘শাহ জিম নামে একটি ছেলে প্রথমে ভিডিওটি প্রকাশ করে। যেখানে ও বন্ধ জানালা গানটির ভুল ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করে। বিষয়টি আমরা জানান পর ছেলেটি সেই ভিডিও ডিলিট করে ফেলে। কিন্তু এখনও অনেক ফেসবুক পেজ ও ইউটিউবে সেই ভিডিওটি রয়ে গেছে। এসব ভিডিও তো আর আমাদের খুঁজে খুঁজে বের করা সম্ভব না। তাই আমরা আইনিভাবে ব্যবস্থা নিচ্ছি।’ 

‘শিরোনামহীন’ ব্যান্ডের এই দলনেতা মনে করেন এটি শুধু তাদের বেলাতেই নয়। অন্য ব্যান্ডদলের গানের বেলাতেও এমনটা হয়েছে। তার ভাষ্য, ‘মন গড়া, বানোয়াট কিছু কাহিনি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বাংলা ব্যান্ড সংগীতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যে এবং টাকা কামানোর জন্য শিরোনামহীন, ওয়ারফেজ, ফুটবলের সুপারস্টার লিওনেল মেসিকে নিয়েও এ ধরনের কনটেন্ট তৈরি করা হয়েছে।’

এদিকে বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার (এডিসি) নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিরোনামহীন ব্যান্ডদলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আমাকে ফোন করা হয়েছে। আমি তাদের পরামর্শ দিয়েছি অভিযোগ করার। তারা অভিযোগ করলে আমরা বিষয়টি খতিয়ে দেখব ও আইনানুগ ব্যবস্থা নেব।’ 

২০০৯ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয় শিরোনামহীন ব্যান্ডের ‘বন্ধ জানালা’অ্যালবামটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা