× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব শুরু আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৬ পিএম

বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব শুরু আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা উঠছে আজ। ৫ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে প্রথম দিনেই দর্শকের জন্য প্রদর্শিত হবে ৫টি সিনেমা। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’শিরোনামে উৎসবটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। 

আয়োজনের সঙ্গে যুক্ত সুমন্ত সরকার অর্পণ জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র উৎসব উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ বছর বাংলা ভাষার ২২টি ছবি দেখানো হবে।

সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবে এবার বেশ কিছু আলোচিত সিনেমাও দেখতে পাবেন দর্শক। প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে সিনেমাগুলোর প্রদর্শনী চলবে।

উৎসবের প্রথম দিনে রয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে সকাল ১০টায় দেখানো হবে আলমগীর কবিরের কালজয়ী ছবি ‘সীমানা পেরিয়ে’, দুপুর ১টায় শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’, বিকাল ৩টা ৩০ মিনিটে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুহাম্মদ কাইউমের বহুল আলোচিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

উৎসবের দ্বিতীয় দিন ৬ ফেব্রুয়ারি মিতালী রায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরে’প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সেদিন বিকাল ৩টা ৩০ মিনিটে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে। এতে অভিনয় করেছেন বিলকিস জাহান জবা, নাসিরউদ্দিন খান, বৈদ্যনাথ সাহা প্রমুখ। এ ছাড়াও রয়েছে আরও বেশ কিছু সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।

প্রতিদিন ৫০ টাকা মূল্যের টিকিট পাওয়া যাবে উৎসবে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা