× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখের পর এবার আমিরের সঙ্গে সালমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৩ পিএম

শাহরুখের পর এবার আমিরের সঙ্গে সালমান

বলিউডজুড়ে এখন চলছে 'পাঠান' ঝড়। বি-টাউনের ইতিহাসে সকল রেকর্ড নিজের করে নিচ্ছন বলিউড বাদশা শাহরুখ খান। এই সিনেমায় দীর্ঘদিন পর শাহরুখ-সালমানকে পর্দায় দেখতে পেরে ভক্তদের হৃদয়ে যেনো নতুন বসন্ত ফিরে এসেছে। 

এর মাঝেই ভারতীয় গণমাধ্যমগুলো নতুন আলোচনার জন্ম দিয়েছে। ১৯৯৪ সালের পর আবারও পর্দায় জুটি বাধতে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান ও আমির খান। 

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা বন্ধু হিসেবে পরিচিত সালমান খান এবং আমির খান। নিজেদের কঠিন সময়ে একে অপরের প্রতি সমর্থন জুগিয়েছেন এ দুই তারকা। ১৯৯৪ সালে কাল্ট কমেডি ‘আন্দাজ আপনা আপনা’তে একসঙ্গে কাজ করেছেন তারা। এরপর গত ৩০ বছরে নিজেদের ভারতীয় সিনেমার সবচেয়ে বড় দুই তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দুজন। তবে তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

সেই বিরতি কাটিয়ে আবারও এক ছবিতে ফিরছেন তারা। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত সপ্তাহে সালমান খানকে আমির খানের বাসভবনে দেখা গেছে। এসময় তাদের লম্বা বৈঠক হয়েছে বলে জানা গেছে। গত এক মাসে সালমান এবং আমির একাধিকবার দেখা করেছেন। বলা হচ্ছে, সালমান খানকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন আমির। 

আমিরের ঘনিষ্ঠ সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে জানানো হয়, 'আমির খান সালমান খানকে একটি নতুন চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন। নিজের ‘আমির খান প্রডাকশন’-এর ব্যানারে ছবিটি নির্মিত হবে। আর এস প্রসন্ন এটি পরিচালনা করবেন। এরইমধ্যে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। সালমানও ছবিতে অভিনয় করতে সম্মতি দিয়েছেন।’

দুই খানের এক হওয়ার খবরটি বলিউডে হইচই ফেলে দিয়েছে। আমির-সালমানের ভক্তরা উত্তেজনা ধরে রাখতে পারছেন না প্রিয় তারকাদের একসঙ্গে দেখবেন বলে। সেইসঙ্গে আলোচনা চলছে তাদের নতুন এই সিনেমার নাম ও নায়িকাদের নিয়ে। 

তবে ছবিটির ব্যাপারে এখনো আনুষ্ঠানকিভাবে মুখ খুলেননি আমির-সালমান কেউই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা