× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতল ‘আরআরআর’

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৪:০৮ পিএম

এবার সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতল ‘আরআরআর’

বিশ্বের অন্যতম সম্মানজনক গোল্ডেন গ্লোবের আসরে কিছুদিন আগেই ‘নাটু নাটু’র জন্য সেরা গানের বিভাগে পুরস্কার জেতে ‘আরআরআর’। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলো নতুন পালক। গত রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডের চলতি আসর। এ উৎসবে ‘নাটু নাটু’ গানের পাশাপাশি বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এ ছবিটি।

এসএস রাজামৌলির সিনেমাটি ২৮তম ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডে ভালোই আলো ছড়িয়েছে। এদিকে ‘আরআরআর’-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ক্যাপশনসহ একটি ভিডিও শেয়ার করেছে। তাতে লেখা রয়েছে, ‘নাটু নাটু আবার!! শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা ‘আরআরআর’ সিনেমার জন্য সেরা গানের সম্মান জিতেছি ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডে।’

ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘আরআরআর-এর কলাকুশলীদের অনেক অভিনন্দন। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক্স চয়েজ পুরস্কারে বিজয়ী হওয়ায়।’

নাটু নাটু সুরকার এমএম কিরাবানি ভিডিওতে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আমি এ পুরস্কারটি পেয়ে সত্যিই অভিভূত। আমি এখানে সমালোচকদের থেকে এই দুর্দান্ত পুরস্কারটি গ্রহণ করতে এসেছি। এ গানের কোরিওগ্রাফার, লিরিক্স রাইটার, গায়কদের পক্ষ থেকে সব সমালোচক এবং আমার পরিচালকের তরফ থেকে সমালোচকদের অনেক ধন্যবাদ জানাই।’


একনজরে বিজয়ীদের তালিকা

সেরা ছবি : এভরিথিং এভরিওয়ান অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল

সেরা অভিনেত্রী : কেট ব্ল্যানচেট, টার

সেরা পার্শ্ব অভিনেতা : কে হুয় কোয়ান, এভরিথিং এভরিভর অল অ্যাট ওয়ান্স

সেরা পার্শ্ব অভিনেত্রী : অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরেভার

সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী : গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস

সেরা পরিচালক : ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিভর অল অ্যাট ওয়ান্স

সেরা মৌলিক চিত্রনাট্য : ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিওয়ান অল অ্যাট ওয়ান্স

সেরা অ্যাডাপডেট স্ক্রিনপ্লে : সারাহ পলি, ওমেন টকিং

সেরা সিনেমাটোগ্রাফি : ক্লাউডিও মিরান্ডা, টপ গান : ম্যাভেরিক

সেরা প্রোডাকশন ডিজাইন : ফ্লোরেন্সিয়া মার্টিন, অ্যান্টনি কার্লিনো, ব্যাবিলন

সেরা সম্পাদনা : পল রজার্স, এভরিথিং এভরিওয়ান অল অ্যাট ওয়ান্স

সেরা কস্টিউম ডিজাইন : রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার

সেরা চুল এবং মেকআপ : এলভিস

বিদেশি ভাষার সেরা ছবি : আরআরআর

সেরা কমেডি : গ্লাস অনিয়ন : আ নাইভস আউট মিস্ট্রি

সেরা অ্যানিমেটেড ফিল্ম : গুইলারমো দেল তোরো'স পিনোচিও

সেরা গান : নাটু নাটু, আরআরআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা