× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয় করব কখনও ভাবিনি

মৌসুম আহমেদ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:২৩ পিএম

অভিনয় করব কখনও ভাবিনি

স্নিগ্ধ হাসির মেয়ে, যে হাসির প্রেমে খুব সহজেই পড়া যায়। অল্পদিনেই নজর কেড়েছেন তিনি। হয়ে উঠেছেন অনেকের ক্রাশ ও প্রিয় তারকা। তিনি তানজিম সাইয়ারা তটিনী। যাকে দর্শক সুহাসিনী নামেই বেশি চেনে। টিভি পর্দা কিংবা ওটিটিতে কাজ করছেন সমানতালে। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। সম্প্রতি প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন। তার চুম্বকাংশ তুলে ধরেছেন মৌসুম আহমেদ

কেমন যাচ্ছে নতুন বছরের ব্যস্ততা? 

মাত্র ফাইনাল এক্সাম শেষ হলো। ব্যস্ততা বলতে ভ্যালেন্টাইনসহ বেশকিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে।

আপনার নামটা সুন্দর, কে রেখেছে নামটা? 

নাম রেখেছে আমার নানু ভাই। 

সুন্দর হাসির রহস্য কী? 

জানি না, তবে সবাই কেন জানি আমার হাসিটা খুব ভালোভাবেই গ্রহণ করে। আমার নানু কিন্তু অনেক সুন্দর, তিনি সুন্দর হাসতেন। হয়তো তার কাছ থেকেই জিনগতভাবে পেয়েছি এটা। 

নাটকে অভিনয় করেছেন সুহাসিনীর চরিত্রে। আর এই নাটক দিয়েই বাজিমাত। এই নাটকে আপনার কাজের অভিজ্ঞতা জানতে চাই

সত্যি কথা বলতে আমি অনেক লাকি। মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের নাটকে কাজ করতে পেরেছি। আরিয়ান ভাই অনেক সাপোর্টিভ। আমি একদমই নতুন, তাই আমার অনেক কিছুই বুঝতে একটু টাইম লাগে। বাট পরিচালক থেকে শুরু করে আমার কো-আর্টিস্ট ও ইউনিটের সবাই আমাকে যথেষ্ট হেল্প করেছেন। এ জন্যই হয়তো দিন শেষে কাজটা খুব ভালোভাবেই দাঁড়িয়েছে, আর মানুষও কাজটা খুব ভালোভাবেই নিয়েছে।  

এত অল্প সময়ে আলোচনায়, কেমন লাগে? 

এটা দারুণ প্রাপ্তি, যা আমি কখনই কল্পনা করিনি। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেলাম অভিনেত্রী। 

অভিনয়ে আসাটা কীভাবে?

টিভিসি দিয়ে শুরু করেছিলাম। ২০১৯ সালের দিকে প্রথম কাজটা করি। এ পর্যন্ত প্রায় ৩০টির মতো টিভিসি ও ওভিসি করেছি। তবে আমার টেলিভিশন নাটকে অভিনয় শুরু গত বছর থেকে। ২০২১ সালে আমি এনটিভিতে একটা ধারাবাহিক নাটকে কাজ করি, নাম ছিল ‘হাউজ নাম্বার নাইনটি সিক্স’। এ নাটকের পর থেকেই অভিনয়ের ক্যারিয়ারটা উপভোগ করছি। 

ভবিষ্যৎ পরিকল্পনা কী? অভিনয় আর পড়াশোনার ব্যালান্স কী করে করবেন?

আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়ছি। গ্র্যাজুয়েশন শেষ হতে ১ বছর বাকি। তারপর সিদ্ধান্ত নেব ক্যারিয়ার নিয়ে। আপাতত পড়াশোনা ও অভিনয় দুটোই চালিয়ে যেতে চাই। 

আপনি তো ভালো গানও করেন, গান নিয়ে কোনো পরিকল্পনা?

আমি আসলে শখের বশে গান গাই। গানের ভালো কথা পেলে মৌলিক গান করার ইচ্ছা আছে। 

আপনাকে বড় পর্দায় কবে দেখা যাবে?

আমি কখনও অভিনয় করব সেটাই ভাবিনি। সবকিছু স্বপ্নের মতো হয়ে গেছে। আমার কাছে বড় পর্দায় কাজ করাটাও অনেক বড় স্বপ্নপূরণ। কাকতালীয়ভাবে ‘জয়া আর শারমিন’ ছবিতে কাজের সুযোগ পেলাম। জয়া আহসান আপার সঙ্গে কাজের সুযোগ আমার জন্য আনন্দের। এ বছরই ছবিটি মুক্তি পাবে বলে আশা করছি। আরও কিছু সিনেমায় প্রস্তাব আছে। গল্প ও চরিত্র ভালো লাগলে কাজ করব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা