× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষা এবার খল চরিত্রে!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৪:২৩ পিএম

বর্ষা এবার খল চরিত্রে!

‘আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, নাহলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না। একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা, নতুন সিনেমা ‘কিল হিম’-এ অভিনয় প্রসঙ্গে এ কথাই বললেন চিত্রনায়িকা বর্ষা। তার কথা শুনে প্রশ্নটা এসেই যায়, তবে কি ‘কিল হিম’ সিনেমায় তিনি খল চরিত্র নিয়ে আসবেন?

বর্ষা রহস্য রাখেননি। প্রশ্নের উত্তরে বলেন, ‘আসলে ছবিটিতে আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যার ব্যাপ্তি, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় দেখতে পাবেন দর্শক। আমি ভিলেন বা খল চরিত্র বলব না, সাধারণত এ ধরনের চরিত্রকে ‘এন্টি হিরো’ বলতে চাই। কেউ কেউ ভিলেন ভাবতেই পারেন। তবে আমি সে রকম ভাবছি না। কারণ আমার চরিত্রটি কী সেটা পুরো সিনেমা না দেখলে কেউ অনুধাবন করতে পারবেন না।’

বর্ষা আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।’ 

তাহলে অনন্তর নায়িকা কে থাকছেন সিনেমায়? কিছুটা রহস্য রেখে দিলেন বর্ষা। সহাস্যে বললেন, ‘সিনেমাজুড়ে প্রেম তো আমার সঙ্গেই হবে।’ 

সরল ভাষায় বললে, নায়িকার খোলস ছেড়ে বেরিয়ে আসছেন বর্ষা। পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরতে চাইছেন। তাই ‘কিল হিম’ সিনেমায় তাকে নায়িকা নয়, ‘এন্টি হিরো’ হিসেবেই দেখা যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে নায়ক হিসেবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন। 

পাশাপাশি এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা