× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২২ সালের সিনেমা : সুপারহিট ‘পরাণ’ ও ‘হাওয়া’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৪:০০ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ পিএম

২০২২ সালের সিনেমা : সুপারহিট ‘পরাণ’ ও ‘হাওয়া’

প্রতিটি বছরই শুরু হয় অনেক আশা-প্রত্যাশা নিয়ে। ঢালিউডেও তার ব্যতিক্রম হয়নি। যদিও শুরুটা হয়েছিল ফ্লপ সিনেমা ‘ছিটমহল’-এর মুক্তি দিয়ে। তবু বছরজুড়ে বেশকিছু সিনেমা জ্বলে উঠেছে। এ বছর ৫০টির মতো সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে সাফল্যের সুবাস ছড়িয়েছে ‘পরাণ’ ও ‘হাওয়া’।

চোখ বোলানো যাক ২০২২ সালে মুক্তি পাওয়া ছবির তালিকার দিকে

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২

বছরের শুরুতেই একের পর এক ফ্লপ সিনেমা মুক্তি পেতে থাকে। সেই স্রোতে হালকা সুবাতাস বইয়েছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৫টি হলে সিনেমাটি মুক্তি পায়। এ ছবি দিয়েই প্রথমবার অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন বাপ্পী।

গলুই

চলতি বছরে সিনেমার বাজার খানিকটা চাঙা হয়ে ওঠে ঈদুল ফিতরে। একদিকে শাকিব খানের দুই সিনেমা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’, অন্যদিকে এ প্রজন্মের জনপ্রিয় জুটি সিয়াম-পূজার ‘শান’। সঙ্গে ছিল ‘বড্ড ভালোবাসি’ নামে আরেক সিনেমা। এ চার ছবির মধ্যে ব্যবসায়িকভাবে এগিয়ে ছিল এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’। সরকারি অনুদানের এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি হয়ে আসেন শাকিব খান ও পূজা চেরি। ছবিটি মুক্তির শুরু থেকেই ঢাকার বাইরে দারুণ দর্শক পায়। ধীরে ধীরে সিনেমাটি ঢাকার হলগুলোয়ও সাড়া পায়।

শান

রোজার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘শান’। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে তাসকিন রহমান। সিনেমাটি নির্মাণ করেন এম রাহিম। এ ছবি বেশ ভালোই দর্শক হলে টেনেছে।

‘পরাণ’

ঈদুল ফিতরের সাফল্যের রেশ নিয়ে ঈদুল আজহায় সিনেমার বাজারে জোয়ার আসে। একদিকে অনন্ত জলিলের বিগ বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা নিয়ে উত্তুঙ্গ আলোচনা! মূলত এ সিনেমার হাত ধরেই সরগরম হয়ে ওঠে সিনেমার বাজার। তবে প্রায় ২০ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি লগ্নির বড় একটা অংশই তুলতে পারেনি। কিন্তু এ ছবির বিপরীতে তাক লাগিয়ে দিয়েছে ‘পরাণ’। ১০ জুলাই ঈদুল ফিতরের তিন ছবির মধ্যে সবচেয়ে কম ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরাণ। কিন্তু মুক্তির পরপরই দর্শকের পছন্দের তালিকায় উঠে আসে এটি। দেশের নানা প্রান্তে আলোচনা ছড়িয়ে পড়ে ছবিটির। রাতারাতি হল বাড়তে থাকে। রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমায় শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানের অভিনয় সবার মনোযোগ কাড়ে। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

হাওয়া

২৯ জুলাই মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। মুক্তির আগেই সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ গানটি সারা দেশে জনপ্রিয় হয়ে যায়। এ গানের খ্যাতিতে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয় দর্শকের মধ্যে। ফলে অগ্রিম টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। কয়েকটি মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রির ধুম পড়ে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও দেশের বাইরে আয়ের রেকর্ড গড়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খানসহ অনেকে।

অপারেশন সুন্দরবন

বিগ বাজেটের সিনেমা। সুন্দরবন নিয়ে দেশের প্রথম সিনেমা। র‍্যাবের অর্থায়নে সিনেমা, যেখানে উঠে আসবে র‍্যাবের নানা অভিযানের গল্প। সুপারহিট ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের দ্বিতীয় সিনেমা। রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশানসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন। এসব কারণে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি ছিল তুমুল আলোচনায়। ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৩৫ সিনেমা হলে মুক্তি পায় র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় নির্মিত ছবিটি। ছবিটি বেশ ভালোই সাড়া ফেলে প্রেক্ষাগৃহে।

দামাল

বছরের শেষ দিকে এসে আবারও আলোচনায় আসেন পরিচালক রায়হান রাফি। তার ‘দামাল’ সিনেমাটি মুক্তি পায় ২৮ অক্টোবর। ‘পরাণ’ ছবির মতো এতেও জুটি হয়ে আসেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণা নিয়ে নির্মিত এ সিনেমাটি নির্মাণগুণে প্রশংসা পেয়েছে। রাজ-মিম ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ। তবে এ ছবি দিয়ে বক্স অফিস ততটা মাতাতে পারেননি রাফি।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলো হলোছিটমহল, তোর মাঝেই আমার প্রেম, মাফিয়া- ১, মুখোশ, শিমু (মেড ইন বাংলাদেশ), গুণিন, লকডাউন লাভ স্টোরি, জাল ছেঁড়ার সময়, বিদ্রোহী, বড্ড ভালোবাসি, পাপ পুণ্য, আগামীকাল, বিক্ষোভ, তালাশ, অমানুষ, দিন : দ্য ডে, সাইকো, কার্নিশ, যা হারিয়ে যায়, আশীর্বাদ, ভাইয়া রে, লাইভ, বীরত্ব, বিউটি সার্কাস, ঈশা খাঁ, হৃদিতা, যাও পাখি বলো তারে, রাগী, জীবন পাখি, বসন্ত বিকেল, রোহিঙ্গা, কুড়া পক্ষীর শূন্যে উড়া, দেশান্তর, ভাঙন, মেইড ইন চিটাগং, ও মাই লাভ, হডসনের বন্দুক, জয় বাংলা, ৭১ এর একখণ্ড ইতিহাস, পায়ের ছাপ, কাগজ।

৩০ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবি দুটি দুই ঘরানার। ‘মেঘ রোদ্দুর খেলা’ একদল কিশোর-কিশোরীর অ্যাডভেঞ্চারের গল্প। মুক্তিযুদ্ধের সময়কার গল্প তুলে ধরা হয়েছে ‘বীরাঙ্গনা ৭১’-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা