× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ের রেকর্ড করেই চলেছে নতুন 'অ্যাভাটার'

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১২:৪৬ পিএম

আয়ের রেকর্ড করেই চলেছে নতুন 'অ্যাভাটার'

'অ্যাভাটার' দিয়ে দুনিয়া মাতিয়েছিলেন হলিউডের কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেন। এই ডিসেম্বরে তিনি মুক্তি দিয়েছেন ছবিটির সিকুয়েল। বলার অপেক্ষা রাখে না, অ্যাভাটারের দ্বিতীয় কিস্তিটিও দারুণ সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। 

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও। এই পর্বে খুবই উচ্চ পর্যায়ের ভিজুয়াল এফেক্ট রয়েছে বলে জানা গেছে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। 

'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নামে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ১২ দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯৫২ মিলিয়ন মার্কিন ডলার। ফলে ১ বিলিয়ন আয়ের রেকর্ড গড়তে আর কিছু সময় অপেক্ষা মাত্র।

এর আগে চলতি বছরে ১ বিলিয়ন স্পর্শ করতে পেরেছে শুধু ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবি দুটি।  সেদিক থেকে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘অ্যাভাটার: ২’ ছবিটি। শিগগিরই হয়তো ছবিটি শীর্ষে চলে যাবে৷ 

২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ! এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। 

ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সেই ছবিটি। এ ছবির সাফল্যের অগ্রগতি দেখে ধারণা করা হচ্ছে, আগের পর্বের সব রেকর্ড হয়তো ভেঙে দেবে 'অ্যাভাটার'- এ-র দ্বিতীয় পর্ব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা