× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠুনের অভিনয় নিয়ে বিতর্ক, জবাব দিলেন সায়নী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১০:২৩ এএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৬:১৫ পিএম

মিঠুনের অভিনয় নিয়ে বিতর্ক, জবাব দিলেন সায়নী

দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ ছবিটি কলকাতার নন্দনে জায়গা না পাওয়ায় বিতর্ক তৈরি হয়। মিঠুন চক্রবর্তীর নাম যেহেতু বিজেপির সঙ্গে জড়িয়ে সে কারণেই ‘প্রজাপতি’ নন্দনে জায়গা পায়নি, এমনটাই দাবি করে বিজেপি।

এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মিঠুনের খারাপ অভিনয়ের কারণেই ব্যর্থ হয়েছে প্রজাপতি’। তার এ বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি ও সিনেমাপাড়ায়।

‘প্রজাপতি বিতর্কে অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশেই দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। দেব-মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’ ছবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই ইস্যুতে বুধবার মুখ খোলেন সায়নী। তার কথায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অভিনেতা মিঠুনকে নিয়ে কথা বলার যোগ্যতা তার নেই। এদিন দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে সুকান্ত মঞ্চে যুব সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সায়নী ঘোষ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

সায়নী বলেন, ‘এটা দেব আর কুণাল ঘোষ, দুজনের বিষয়। কুণাল ঘোষ আমাদের দলের মুখপাত্র, উনি যা বলেন, ভেবে বলেন। আর দেব আমাদের দলের গুরুত্বপূর্ণ সাংসদ, অত্যন্ত জনপ্রিয় এবং দেব নিজের কাজ ভালোমতোই করেন। তাদের মধ্যে যদি কোনোরকম মতবিরোধ হয়, সেটা তারাই সামলাবেন। আর মিঠুন চক্রবর্তীর বিষয়ে আমি শুধু এটুকুই বলতে পারি, রাজনৈতিক ক্ষেত্রে ওঁর আমি বিরোধিতা করলেও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কথা বলার যোগ্যতা অভিনেত্রী সায়নী ঘোষের নেই।’

কুণাল ঘোষের বক্তব্যের পর জবাব দিয়েছেন দেব নিজেও। অভিনেতা বলেন, ‘এটা কুণালদার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু প্রযোজক হিসেবে যদি বলি যে, ২৩ তারিখ ছবিটা রিলিজ করেছে। এখনও হাউসফুল চলছে। বিশাল ছবি হওয়ার পথে আছে। আমি বিজেপি, তৃণমূল সবাইকে বলব বিতর্ক তৈরি করবেন না। বিতর্ক করলে মানুষ ভয় পেয়ে যাবে। ছবিটা দেবের জন্য হোক বা মিঠুনদার জন্য, ছবিটা যেন হিট হয়। কাউকে উত্তর দেওয়ার জন্য বলছি না, কিন্তু প্রয়োজনে আবার মিঠুনদাকে নেব।

মিঠুনদাকে স্ক্রিপ্ট অনুযায়ী প্রয়োজন পড়লে আবারও নেব। উনি হ্যাঁ বা না বলতে পারেন ওঁর ইচ্ছা অনুযায়ী। মিঠুনদার অভিনয় নিয়ে অন্তত আমার দলের বাকিদের চুপ থাকা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা