× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠুনের সঙ্গে বিয়ে না হয়ে ভালোই হয়েছে : মমতা শঙ্কর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪২ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫৮ পিএম

মিঠুনের সঙ্গে বিয়ে না হয়ে ভালোই হয়েছে : মমতা শঙ্কর

কলকাতার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন নিয়ে একটা সময় অনেক আলোচনা হয়েছিল। কিন্তু দুজনই একটা সময় বেছে নিয়েছিলেন ভিন্নপথ। ঘর বাঁধলেন অন্য মানুষের সঙ্গে। তবে কেন তাদের চার হাত এক হয়নি, তা এতদিন অজানাই ছিল ভক্তদের। আজ (১৪ ডিসেম্বর) ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতা জানালেন কেন তাদের বিয়ে হয়নি।

সর্বশেষ ১৯৭৫ সালে ‘মৃগয়া’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মিঠুন ও মমতা। ৪৭ বছর পর আবারও ‘প্রজাপতি’ সিনেমায় জুটি বাঁধলেন তারা। কিছুদিনের মধ্যেই এটি মুক্তি পাবে।

কিন্তু এর মধ্যে কেটে গেল এতগুলো বছর। তবে কি অভিমানের বরফ গলে গেল! মমতা জানালেন, ‘৪৭ বছর পর যে কাজ করছি সেটা একবারও মনে হয়নি। মনে হচ্ছিল এই তো সেদিন শুটিং করলাম! যেখান থেকে ছেড়েছিলাম, মনে হলো সেখান থেকেই আবার আরম্ভ করলাম।’

দীর্ঘদিন হয়তো দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। অন্তত সিনেমাপ্রেমীরা এটিই জানতেন। তবে মমতা জানালেন ভিন্ন কথা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে এমনিতে যোগাযোগটা ছিল আমাদের সবসময়ই। মিঠুনের বাড়ির সঙ্গে আমার খুবই যোগাযোগ ছিল। ওর বোনদের সঙ্গে, মাসিমার (মিঠুনের মা) সঙ্গে নিয়মিত আমার কথা হয়। বোনদের সঙ্গেই বেশি। মিঠুনের সঙ্গেও তাই। দেখা হলেই যেখানে শেষ বার কথা ছেড়েছিলাম সেখান থেকে শুরু হয়। ও আমাকে খুব ক্ষেপায়, মজা করে। আসলে একসঙ্গে ছবিটাই শুধু করিনি।’

যোগাযোগ ছিল কিন্তু কেন ঘর বাঁধা হলো না মিঠুন ও মমতার, এমন প্রশ্ন অনেকদিন ধরেই তাড়িয়ে বেড়িয়েছে এ জুটিকে যারা পছন্দ করেন। তবে তা নিয়ে কোনো আক্ষেপ নেই মমতার। তিনি জানান, ‘ভালোই হয়েছে বিয়ে না হয়ে। মিঠুন খুবই ভালো। কিন্তু আমার নাচ, আমার ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত। ও সেটা পছন্দ করত না। ওর হচ্ছে যে, তুই শিখছিস শেখ। কিন্তু বউ হলে বাড়িতে থাকবে। যোগিতার বেলায়ও যেটা হয়েছে। ওর জন্য যোগিতাই ঠিক ছিল। আমার জন্য চন্দ্রোদয় ঠিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা