× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়ল ‘স্কুইড গেম’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১২:৩৫ পিএম

ইতিহাস গড়ল ‘স্কুইড গেম’

রেকর্ড গড়াই যেন একমাত্র লক্ষ্য বিশ্বনন্দিত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর। প্রথম সিজন মুক্তির পর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। এরপর দ্বিতীয় সিজনেও গড়েছে অনন্য রেকর্ড। এবার তৃতীয় সিজন মুক্তির পর এটি গড়ল নতুন ইতিহাস।

তুমুল জনপ্রিয় সিরিজটির নতুন মৌসুম অর্থাৎ ‘সিজন ৩’ মুক্তি পেয়েছে গত ২৭ জুন, আর তার ঠিক এক দিনের মধ্যেই এটি নজির গড়েছে। বিশ্বের ৯৩টি দেশের টপচার্টে এক নম্বরে উঠে এসেছে এই সাসপেন্স-থ্রিলারটি। এত দ্রুত বিশ্বজুড়ে এমন সাফল্য এর আগে কোনো কে-ড্রামার ভাগ্যে জোটেনি। বলতে গেলে, ইতিহাস গড়ল বহুল প্রত্যাশিত সিরিজটি। ডেটা অ্যানালিটিক্স প্লাটফর্ম ‘ফ্লিক্সপ্যাট্রল’-এর তথ্য অনুযায়ী, ২৮ জুনেই সিরিজটি নেটফ্লিক্সের ইংরেজি ও অ-ইংরেজি ভাষার উভয় ক্যাটাগরিতে সবচেয়ে বেশি দেখা সিরিজে পরিণত হয়। শুধু তাই নয়, ২৯ জুনেও ‘স্কুইড গেম ৩’ দখল করে রেখেছে প্রথম স্থান। এর প্রথম সিজন যে জায়গায় পৌঁছাতে নিয়েছিল এক সপ্তাহ, আর দ্বিতীয় সিজন উঠেছিল ৮০টি দেশের টপ চার্টে, সেখানে ‘সিজন ৩’ একদিনেই পৌঁছে গেছে ৯৩টি দেশের শীর্ষে। ‘সিজন ৩’-তে ফের দেখা গেছে লি জং জে ও লি বিয়ং হুনকে, যারা আগের সিজনগুলোতেও দর্শকের মন জয় করেছিলেন। ‘ফ্রন্ট ম্যান’ চরিত্রের জটিলতা ও লি জং জের মানসিক দ্বন্দ্বÑ এই দুইয়ের টানাপড়েন পুরো মৌসুমে দর্শকদের আটকে রেখেছে। এ ছাড়া এবারের সিজনে নতুন নতুন মৃত্যুর খেলায় বুদ হয়েছিলেন দর্শকরা। যদিও সিরিজের কিছু দৃশ্য ও সমাপ্তি নিয়ে দর্শক মহলে মতভেদ রয়েছে, তবুও আইএমডিবিতে ৮ রেটিং ও রোটেন টমোটোস-এ ৮৩ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং প্রমাণ করে, সিরিজটির প্রতি দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। এ ছাড়া মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভেসে যায় রিভিউ, রিঅ্যাকশন ও মিমে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা