× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভারতে পাকিস্তানি তারকারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৮:৩৮ এএম

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভারতে পাকিস্তানি তারকারা

পেহেলগামে জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সেই পদক্ষেপের মধ্যে ছিল পাক সংবাদমাধ্যম ও সে দেশের তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা। 

অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে। তাহলে কি নিষেধাজ্ঞা উঠে গেল দেশটিতে? যদিও এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

বুধবার (২ জুন) পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ওই তারকাদের মধ্যে রয়েছেন সাবা কামাপ, হানিয়া আমির। পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার। 

শুধু তাই নয়, একাধিক পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যালেনের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল। কিন্তু সেগুলো ফের দেখা যাচ্ছে। 

পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও, অনেক ভারতীয় ব্যবহারকারী তাদের প্রিয় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেছেন। 

এর মধ্যে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও রয়েছেন, যিনি দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'সর্দারজি-৩' ছবিতে অভিনয়ের কারণে সংবাদ শিরোনামে এসেছেন। 

প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপরই অপারেশন সিঁদুর করে ভারত। পুনরায় পাকিস্তানও পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নেয়। কিন্তু এর আগেই যুদ্ধবিরতিতে হাঁটে দুই দেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা