× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইরেসির কবলে ‘কান্নাপ্পা’, মাথায় হাত নির্মাতাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২২:২৩ পিএম

পাইরেসির কবলে ‘কান্নাপ্পা’, মাথায় হাত নির্মাতাদের

প্রভাস থেকে অক্ষয় কুমার- কান্নাপ্পা স্টার কাস্ট ফি: বিষ্ণু মাঞ্চুর বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা 'কান্নাপ্পা' ভক্তদের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি করেছিল। একজন নয়, অনেক সুপারস্টারকে একসঙ্গে দেখা যাচ্ছে এই ছবিতে।

প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে শক্তিশালী শুরুর পরই বড় ধাক্কা খেল ‘কান্নাপ্পা’! মুক্তির শুরুতেই সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে! অভিনেতা ও প্রযোজক ভক্তদের ফাঁস হওয়া সংস্করণ বর্জনের আহ্বান জানিয়ে আইনসম্মতভাবে সিনেমা দেখার অনুরোধ করেছেন।

সম্প্রতি এক্স-দেয়া এক পোস্টে বিষ্ণু মঞ্চু লেখেন, “প্রিয় সিনেমাপ্রেমীরা, ‘কান্নাপ্পা’ পাইরেসির আক্রমণের শিকার। ইতোমধ্যে ৩০ হাজারের বেশি অবৈধ লিংক সরিয়ে ফেলা হয়েছে।”

তিনি আরও লেখেন, “পাইরেসি মানে চুরি— সরলভাবে বললে এটাই সত্য। আমরা আমাদের সন্তানদের চুরি করতে শেখাই না। পাইরেটেড কনটেন্ট দেখা ঠিক একই রকম অপরাধ। অনুগ্রহ করে এটি উৎসাহিত করবেন না। সঠিকভাবে সিনেমাকে সমর্থন করুন। হর হর মহাদেব।”

এটি প্রথম নয়, এর আগেও অনেক বড় বাজেটের দক্ষিণী ছবি অনলাইনে ফাঁস হয়েছে। রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’, নাগা চৈতন্যের ‘থাণ্ডেল’ এবং মোহনলালের ‘থুদারুম’ এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছিল।

‘গেম চেঞ্জার’-এর একটি এইচডি কপি মুক্তির দিনই অনলাইনে ছড়িয়ে পড়ে, এমনকি এক স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারও হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শুক্রবার (২৭ জুন) মুক্তি পায় ‘কান্নাপ্পা’। মুক্তির প্রথম তিন দিনে আয় ২৩.৭৫ কোটি রুপি। পাইরেসির প্রভাব কতোটা পড়েছে, তার প্রমাণ মেলে- ছুটির দিন রবিবারের আয় দেখেও। এদিন (২৯ জুন) সিনেমাটি আয় করে মাত্র ৭.২৫ কোটি রুপি!

যে কারণে বিশাল লোকসানের মুখে পড়তে যাচ্ছে ‘কান্নাপ্পা’। কারণ সিনেমাটির মোট বাজেট প্রায় ২০০ কোটি রুপি! এই হিসাব অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ‘সেফ জোনে’ পৌঁছানো এখন কার্যত অসম্ভব বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। সিনেমাটি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুকেশ কুমার সিং পরিচালিত পৌরাণিক এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোহন বাবু। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। তার সঙ্গে আছেন প্রীতি মুখুন্ধন, কাজল আগরওয়াল, আর. শরথকুমারসহ আরও অনেকে। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে অক্ষয় কুমার, প্রভাস ও মোহনলালকে।

ছবিটির মূল কাহিনি এক আদিবাসী যোদ্ধা কান্নাপ্পাকে ঘিরে, যিনি পরবর্তীতে ভগবান শিবের অন্যতম শ্রেষ্ঠ ভক্তে পরিণত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা