প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ১২:৫৮ পিএম
ছুটির আমেজে থাইল্যান্ডে ঘুরতে গেছেন তরুণ অভিনেত্রী তটিনী; দেশটির অং থং ন্যাশনাল পার্কে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তটিনীকে ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটকে দেখা গেছে।
ঈদের পর অখণ্ড অবসরে ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। কাজের মাঝখানে ফুরসত পেলেই ঘুরতে বের হন তটিনী। এবার উড়াল দিলেন থাইল্যান্ডে। লাল রঙের পোশাকের মঙ্গে রোদচশমায় স্টাইলিশ লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তিন দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে ৮৬ হাজার রি-অ্যাক্ট পড়েছে। অনেকে তার লুকের প্রশংসাও করেছেন। এদিকে দীর্ঘদিন পর ঈদের বিশেষ নাটকের জন্য গল্প দিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক এই নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। এই জুটির প্রথম নাটক ‘পথে হলো দেরি’। সেটি প্রচারের এক বছরের বেশি সময় পর এবার ঈদে দ্বিতীয়বারের মতো ‘ফিরে আসা’ দিয়ে ফিরেছেন তারা। দুই বছর আগের তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ফিরে আসা’র গল্প। চরিত্রটি নিয়ে তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে আবার দারুণ একটা গল্পে কাজ করলাম। শুটিংয়ে তিনি অনেক বেশি সহযোগিতা করেন। তার নিজের গল্প হওয়ায় এবার নিজ থেকেও অনেক দৃশ্যে সাহায্য করেছেন। সব সময়ই তার কাছ থেকে শিখি, এবারও তা-ই।’