প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১৯:১৭ পিএম
ঢাকাই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ আফ্রি সেলিনা এখন লন্ডনে। বিজ্ঞাপন, নাটক থেকে শুরু করে সিনেমা- সব মাধ্যমেই তার সরব উপস্থিতি ছিল। কিন্তু হঠাৎ করেই বদলে যায় তার জীবন। দেশ ছেড়ে এখন তিনি পরিবারের সঙ্গে প্রবাসে সাধারণ জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন।
কেন এই জনপ্রিয় অভিনেত্রীর হঠাৎ দেশত্যাগ? মোবাইল ফোনে লন্ডন থেকে আফ্রি জানান, ৫ আগস্টে করা দুটি ভিডিওই তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। তিনি বলেন, ‘আমি তখন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শুধু একটা প্রশ্ন করেছিলাম—এই অবস্থা আর কতদিন চলবে? কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয়, একজন সচেতন মানুষ হিসেবে এই প্রশ্ন করেছিলাম। কিন্তু সেটাই আমার জীবনের বড় ভুল হয়ে দাঁড়ায়।’
তিনি জানান, এরপর থেকেই শুরু হয় তার প্রতি ভয়াবহ অনলাইন বুলিং। ফেসবুকে, ফোনে, এমনকি বিদেশে এসেও ব্যক্তিগত নম্বরে হুমকি, ট্রল, গালাগাল, এমনকি হত্যার হুমকিও পেয়েছেন তিনি। ‘আমার ফেসবুক রিপোর্ট করা হয়, বিজনেস পেইজ বন্ধ করে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে নানাভাবে ট্রিগার করে হয়রানি করা হয়। আর নিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নিই’-বললেন আফ্রি।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে আফ্রি বলেন, ‘এই ক্যারিয়ার আমি অনেক কষ্ট করে গড়েছি। কিন্তু কে বা কারা এটি শেষ করে দিচ্ছে বুঝতে পারছি না। সর্বশেষ আমি মাস্টারকার্ডের জন্য একটি ফটোশুট করেছিলাম। আমি কখনোই কোনো দলের সঙ্গে যুক্ত ছিলাম না। শুধু শিল্পচর্চা করেছি। জুলাই আন্দোলনের সময় দেশের পরিস্থিতি নিয়ে মাত্র দু-একটি মন্তব্য করেছিলাম। সেটুকুও কি করা যাবে না?’
সবশেষে আফ্রি সেলিনা জানান, তিনি এখনো নিশ্চিত নন দেশে ফিরবেন কি না। তবে চান স্বাভাবিক, সম্মানজনক জীবন। ‘দেশে থাকতে পারিনি। এখন শুধু ঠিকভাবে বাঁচতে চাই।’