× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটলির নতুন সিনেমায় ম্রুণাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৭:২৬ পিএম

অ্যাটলির নতুন সিনেমায় ম্রুণাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তেলেগু সুপারহিট ছবি ‘সীতা রামম’-এ সীতা মহালক্ষ্মীর চরিত্রে মনোমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে দক্ষিণী দর্শকদের মন জয় করেন। বর্তমানে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি।

বিজয় দেবরাকোন্ডার বিপরীতে ‘ফ্যামিলি স্টার’ সিনেমায় অভিনয় দিয়ে যদিও প্রত্যাশিত সাড়া ফেলতে পারেননি। তবে নানির সঙ্গে ‘হাই নান্না’ ছবির মাধ্যমে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন ম্রুণাল। ক্যারিয়ারে এবার আরও বড় মঞ্চে পা রাখতে চলেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, ‘জওয়ান’খ্যাত জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী প্যান-ইন্ডিয়া সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। যেখানে তার সহঅভিনেতা হিসেবে থাকছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে জানা গেছে, দীপিকা পাড়ুকোনকে নিয়ে আগে যেমনভাবে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল, এবারও তেমনই এক জাঁকজমকপূর্ণ ভিডিওর মাধ্যমে এই ঘোষণা খুব শিগগিরই প্রকাশ করা হবে। ছবিটি ঘিরে ইতোমধ্যেই ইন্ডাস্ট্রিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এ ছবিটি অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।

একাধিক সূত্র থেকে জানা গেছে, ছবির কাহিনিতে ম্রুণালকে খুব গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে, যা তাকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে। উল্লেখ্য, ম্রুণাল বর্তমানে আদিভি সেশের সঙ্গে তার আসন্ন ছবি ‘ডাকোট’ মুক্তির অপেক্ষায় রয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা