× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইরেসি নিয়ে শাকিবের কড়া বার্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৩:০৪ পিএম

পাইরেসি নিয়ে শাকিবের কড়া বার্তা

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় যা ইতোমধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে এরই মধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে।

এই পাইরেসির বিরুদ্ধে শাকিব খান তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। বলেন, ‘বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

গত রবিবার সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজিত ‘তাণ্ডব’র বিশেষ প্রদর্শনীতে এ কথা বলেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে সবার সঙ্গে সিনেমাটি উপভোগ করেন শাকিব।

সিনেমার শুরুর আগে শাকিব বলেন, ‘সেই জাতি সবচেয়ে বেশি উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেওয়া হলো।’ ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি হলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি এখনও দেখছে। এজন্য দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুললেন না শাকিব। তার ভাষ্য, ‘আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ, পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনও আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে। এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেকটি মানুষকে সোচ্চার হয়ে পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’ দর্শকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, বাংলাদেশের সিনেমা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে, সম্মানের সঙ্গে চলছে। এই সাফল্যের মুহূর্তে কেউ কেউ আমাদের টেনে ধরতে চায়। কিন্তু আমরা হাল ছাড়ব না। আমাদের কাজ চলবে, আমরা আরও ভালো সিনেমা বানাব।

এদিন বিশেষ শোতে উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’র নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি অভিনয়শিল্পী গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে। এদিন ‘তাণ্ডব’কে ব্লকবাস্টার ঘোষণা করেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।

বাংলা মুভি রিভিউর তথ্যানুসারে, কর্মদিবসে এসে ‘তাণ্ডব’ সিনেমার কালেকশনে ড্রপ দেখা গেছে। মুক্তির ১৬তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স এবং শ্যামলী সিনেমা মিলিয়ে মোট শো চলেছে ৫৮টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা ৩৩টি শোর ১টি হাউজফুল এবং ২টি শো প্রায় ফুল ছিল। এ ছাড়া লায়ন সিনেমাসে শো চলেছে ৫টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ২টি, মম ইনে ৩টি, মণিহার সিনেপ্লেক্সে ৫টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে ৪টি, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে ৩টি এবং শ্যামলী সিনেমায় ৩টি শো চলেছে। তবে স্টার সিনেপ্লেক্স ব্যাতিত কোথাও কোনো শো হাউজফুল যায়নি। ষোলো দিন শেষে (রবিবার পর্যন্ত) ‘তাণ্ডব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৯.০৫ কোটি টাকা। এরই মাধ্যমে ‘তাণ্ডব’ প্রবেশ করলো ৯ কোটির ক্লাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা