× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা হলই আমার উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১২:৪৮ পিএম

সঞ্জয় সমাদ্দার পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘ইনসাফ’-এ নতুন এক রূপে হাজির হয়েছেন শরিফুল রাজ

সঞ্জয় সমাদ্দার পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘ইনসাফ’-এ নতুন এক রূপে হাজির হয়েছেন শরিফুল রাজ

ঈদের মৌসুমে ঢালিউডে জমজমাট আলোচনা ছিল শরিফুল রাজকে ঘিরে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘ইনসাফ’-এ নতুন এক রূপে হাজির হয়েছেন তিনি। সিনেমাটি মুক্তির পর রাজ থেমে থাকেননি- হলে হলে ঘুরে নিজেই দেখেছেন দর্শকের প্রতিক্রিয়া। আর সেখান থেকেই তিনি খুঁজে পেয়েছেন ঈদের আনন্দ।

রাজ বলেন, ‘ঈদটা কেটেছে দর্শকের সঙ্গে, সিনেমা হলই আমার উৎসব। ‘আইসক্রিম’ থেকে শুরু, এখনও আমি হলে হলে যাই- দর্শকের চোখে নিজের কাজের প্রতিফলন দেখি। এটাই আমার প্রিয় অভ্যাস।’ এই সিনেমায় রাজকে দেখা গেছে একাধিক লুকে। চরিত্রে ছিল দৃঢ়, চেহারায় ছিল রুক্ষতা আর চোখে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। পরিশ্রমের ছাপ স্পষ্ট ছিল তার শরীরী ভাষা, ট্রান্সফরমেশন ও ফাইট সিকোয়েন্সগুলোতে। রাজ নিজেও জানান, ‘এই সিনেমায় অনেক ঝুঁকিপূর্ণ শট ছিল। কিন্তু যখন মন থেকে করি, তখন কঠিনটাও সহজ মনে হয়। আমার চেষ্টাটা ছিল পুরোপুরি।’

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে রহস্যময় চরিত্র ইউসুফকে ঘিরে; যার মৃত্যু যেন শুধু কাগজে, বাস্তবে সে এখনও ঢাকার অপরাধজগতের ছায়া। এই রহস্যভেদের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার জাহানের হাতে। গল্পে প্রেম, প্রতিশোধ, দুর্নীতি আর রাজনৈতিক দ্বন্দ্বের মিশেল ঘটেছে নতুন এক ঢঙে। তবে শুধু নিজের পারফরম্যান্স নয়, সহশিল্পীদের কাজের প্রশংসাও করেছেন রাজ। তাসনিয়া ফারিণকে নিয়ে বলেন, ‘ফারিণ দারুণ অভিনেত্রী, এটা আমি আগেও জানতাম। কিন্তু ‘ইনসাফ’-এ সে সাহসী একটা চরিত্রে ছিল। তার কাজ দেখে সবাই মুগ্ধ। আমি মনে করি, সে আরও বেশি কাজ করলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক কিছু পাবে তার কাছ থেকে।’

নিজের উন্নতি নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেন রাজ। বলেন, ‘পরাণ আর হাওয়া অনেক আগের কাজ। তখনকার রাজ আর এখনকার রাজের মধ্যে ফারাক আছে। তবে হলে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাই, সেই অনুভবটা ঠিক আগের মতোই। আমি জানি, সব সিনেমা সফল হবে না। কিন্তু প্রতিটা সিনেমাকে আমি দায়িত্বের জায়গা থেকে নিই- এই বিশ্বাস রেখেই আমি কাজ করি।’

পরিশেষে নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। ‘যারা আমাকে ভরসা করে কাস্ট করেন, আমি চেষ্টা করি সেই বিশ্বাস যেন পর্দায় মিথ্যে না হয়। সিনেমা সফল হোক, সেটা শুধু আমার একার জন্য নয়। পরিচালক, লেখক, প্রযোজকÑ সবাই মিলে একটা স্বপ্ন গড়ে তোলেন। আমি চাই, সেই স্বপ্ন যেন বাস্তব হয়, আর আমি যেন তার উপযুক্ত অংশীদার হতে পারি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা